হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শহীদ হাদি চত্তরে ‘শহীদি শপথ’ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার কঠোর হুঁশিয়ারি দেয়া হয়।
কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের উপস্থিত নেতাকর্মীদের শপথবাক্য পাঠ করান। শপথে বলা হয়, শরিফ ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেয়া হবে না। যে শক্তি এ হত্যার নেপথ্যে ষড়যন্ত্র করেছে এবং যারা দেশকে পরাধীন করতে চায়, তাদের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন সংগঠনের কর্মীরা। শপথে আরও বলা হয়, বাংলাদেশের মাটি থেকে সব ধরনের আধিপত্যবাদ সমূলে উৎপাটন করা হবে।
বিক্ষোভ সমাবেশ থেকে আগামী কয়েক দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেন আব্দুল্লাহ আল জাবের। তিনি জানান, বুধবার ও বৃহস্পতিবার (২৪-২৫ ডিসেম্বর) সারাদেশে ‘দেয়াল লিখন’ কর্মসূচি পালন করা হবে। শরিফ ওসমান হাদি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে সংগ্রামের ডাক দিয়েছিলেন, তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটি প্রান্তে দেয়ালে দেয়ালে তার বার্তা লিখে দেয়া হবে। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায়ও এ লড়াইয়ের বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, হাদি হত্যার বিচার ও তদন্তের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনও সুনির্দিষ্ট আশ্বাস পাওয়া যায়নি। তিনি দাবি জানান, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং একটি নির্ভরযোগ্য আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে এ হত্যাকাণ্ডের তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
কর্মসূচিতে শরিফ ওসমান হাদির বড় ভাই শরিফ উমর বিন হাদি আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেন, ঘাতকরা ভেবেছিলো হাদিকে হত্যা করে তার কণ্ঠ রোধ করা যাবে, কিন্তু জীবিত হাদির চেয়েও ‘শহীদ’ হাদি এখন অনেক বেশি শক্তিশালী হয়ে ফিরে এসেছেন। তিনি সতর্ক করে বলেন, যারা মনে করছেন ক্ষমতা ছেড়ে দিলেই এ খুনের দায় থেকে মুক্তি মিলবে, তাদের একদিন অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৬ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
সবার দেশ/কেএম




























