Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৪, ৩১ আগস্ট ২০২৫

সোনার দাম ফের বাড়লো, ভরি ১৭৪৩১৮ টাকা

সোনার দাম ফের বাড়লো, ভরি ১৭৪৩১৮ টাকা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ১ হাজার ৬৬৭ টাকা বৃদ্ধি করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা।

শনিবার (৩০ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম রবিবার (৩১ আগস্ট) থেকে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়ে যাওয়ায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে গত ২৭ আগস্টও সোনার দাম বাড়ানো হয়েছিলো। চার দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় দাম বাড়ানো হলো।

নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ হাজার ৫৯৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৩৯৯ টাকায়।

সবার দেশ/কেএম

সর্বশেষ