সোনার দামে বিস্ফোরণ, ভরি ২ লাখ ২৭ হাজার পার
দেশের বাজারে সোনার দামে ফের বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। টানা সপ্তমবারের মতো দাম বেড়ে এবার এক নতুন মাইলফলক স্পর্শ করল মূল্যবান এ ধাতু। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, প্রতি ভরি (২২ ক্যারেট) সোনার দাম ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের ইতিহাসে এর আগে সোনা কখনোই এতো দামে বিক্রি হয়নি।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) থেকে সারা দেশে নতুন এ দর কার্যকর হবে।
কেনো বারবার বাড়ছে সোনার দাম?
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পাওয়ায় এবং আন্তর্জাতিক বাজারে সোনার দাম চড়া হওয়ায় এ সমন্বয় করা হয়েছে। বৈশ্বিক বাজারে বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারে।
সোনার নতুন মূল্যতালিকা (ভরি প্রতি):
- ২২ ক্যারেট: ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা।
- ২১ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা।
- ১৮ ক্যারেট: ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা।
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।
রুপার দামেও নতুন রেকর্ড
সোনার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। প্রথমবারের মতো রুপার ভরি ৬ হাজার টাকা অতিক্রম করেছে।
- ২২ ক্যারেট রুপা: ৬ হাজার ৬৫ টাকা।
- ২১ ক্যারেট রুপা: ৫ হাজার ৫৭৪ টাকা।
- ১৮ ক্যারেট রুপা: ৪ হাজার ৯৫৭ টাকা।
- সনাতন পদ্ধতি: ৩ হাজার ৭৩২ টাকা।
উল্লেখ্য, ক্রেতাদের এ মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি অতিরিক্ত হিসেবে পরিশোধ করতে হবে। গত এক মাসে দফায় দফায় দাম বাড়ায় সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সবার দেশ/কেএম




























