ভরি ছাড়ালো ২ লাখ ২২ হাজার
সোনার দামে সোনা, টাকায় যায় না গোনা!
দেশের বাজারে সোনার দাম আবারও আকাশচুম্বী হয়েছে। টানা পঞ্চমবারের মতো দাম বাড়িয়ে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৯৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। নতুন এ দাম মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে সারাদেশে কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।
কেন এ রেকর্ড বৃদ্ধি?
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারেও সোনার দামের উর্ধ্বগতি বজায় থাকায় দেশের বাজারে এর দাম সমন্বয় করতে হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও বিনিয়োগকারীদের বাড়তি চাহিদার কারণেই মূলত সোনার বাজারে এ অস্থিরতা দেখা দিচ্ছে।
সোনার নতুন দামের তালিকা (প্রতি ভরি):
- ২২ ক্যারেট: ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা।
- ২১ ক্যারেট: ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা।
- ১৮ ক্যারেট: ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা।
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা।
রুপার দামেও রেকর্ড বৃদ্ধি:
সোনার পাশাপাশি রুপার দামেও বড় ধরনের পরিবর্তন এসেছে। বাজুসের ঘোষণা অনুযায়ী নতুন দর নিম্নরূপ:
- ২২ ক্যারেট রুপা: ৪ হাজার ৯৫৭ টাকা (প্রতি ভরি)।
- ২১ ক্যারেট রুপা: ৪ হাজার ৭২৪ টাকা।
- ১৮ ক্যারেট রুপা: ৩ হাজার ৭৩২ টাকা।
- সনাতন পদ্ধতি: ২ হাজার ৬০১ টাকা।
স্বর্ণ অলংকার কেনার ক্ষেত্রে বাজুস নির্ধারিত দামের ওপর সরকারি ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করার নিয়ম রয়েছে। তবে অলংকারের নকশা ও কারুকার্য ভেদে এ মজুরি আরও বাড়তে পারে। বারংবার দাম বাড়ার ফলে সাধারণ ক্রেতাদের ওপর এর বড় প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সবার দেশ/কেএম




























