Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২১, ২৮ অক্টোবর ২০২৫

সাংবাদিক কর্মশালায় বক্তারা

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বড় সাফল্য, তবুও রয়ে গেছে শঙ্কা

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বড় সাফল্য, তবুও রয়ে গেছে শঙ্কা
ছবি: সংগৃহীত

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাংলাদেশ আশাব্যঞ্জক অগ্রগতি অর্জন করেছে—তবে বিশেষজ্ঞদের মতে, এ সাফল্য এখনও পর্যাপ্ত নয়। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উচ্চ রক্তচাপবিষয়ক দ্বিতীয় বৈশ্বিক প্রতিবেদনে দেখা গেছে, ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশের কিছু অঞ্চলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের হার ১৫ শতাংশ থেকে বেড়ে ৫৬ শতাংশে উন্নীত হয়েছে। এ সাফল্য প্রশংসনীয় হলেও দেশে এখনও প্রায় এক-চতুর্থাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন।

এ প্রেক্ষাপটে রাজধানীর বিএমএ ভবনে রোববার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: অগ্রগতি, বাধা এবং করণীয়’ শীর্ষক এক সাংবাদিক কর্মশালা। প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত এ কর্মশালায় সহযোগিতা করে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)। কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার ২৩ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ এখন দেশের অন্যতম গুরুতর জনস্বাস্থ্য সমস্যা, যা অকাল মৃত্যুর অন্যতম কারণ হয়ে উঠেছে। তারা জানান, প্রান্তিক পর্যায়ে বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা হলে এ রোগ নিয়ন্ত্রণে বড় অগ্রগতি সম্ভব। তবে এজন্য প্রয়োজন স্বাস্থ্যখাতে ধারাবাহিক বিনিয়োগ ও অবিচ্ছিন্ন ওষুধ সরবরাহ।

স্বাস্থ্য অধিদফতরের ডেপুটি ডিরেক্টর ডা. মুহাম্মদ হাবিবুর রহমান বলেন,

উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগের ওষুধ বিতরণে আমরা এখনও কিছু বাজেট ও ব্যবস্থাপনা সংক্রান্ত সীমাবদ্ধতার মুখোমুখি হচ্ছি। আশা করি, খুব শিগগিরই আমরা এগুলো কাটিয়ে উঠতে পারবো।

এ সময় এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো. রিয়াদ আরেফিন বলেন, আমরা সর্বদা চেষ্টা করছি প্রান্তিক পর্যায়ে এনসিডি কর্নার ও কমিউনিটি ক্লিনিকগুলোতে সময়মতো উচ্চ রক্তচাপের ওষুধ পৌঁছে দিতে। এটি আমরা অব্যাহত রাখবো।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমদ, জিএইচএআই বাংলাদেশের কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। কর্মশালায় বিষয়ভিত্তিক উপস্থাপনা দেন প্রজ্ঞার কোঅর্ডিনেটর সাদিয়া গালিবা প্রভা।

বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাংলাদেশ যে সফলতার পথে এগোচ্ছে তা নিঃসন্দেহে ইতিবাচক, তবে এখনই থেমে গেলে বিপদ বাড়বে। দেশের প্রতিটি কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহ এবং সচেতনতা কার্যক্রম আরও জোরদার না করলে এ অর্জন স্থায়ী হবে না।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন