শিশু সাজিদের দাফন শেষ, জানাজায় মানুষের ঢল
রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে দুই বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ কোয়েলহাট পূর্বপাড়া গ্রাম। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকে গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে একটাই ঘোষণা—কোয়েলহাট পূর্বপাড়ার রাকিব উদ্দীনের দুই বছরের সন্তান সাজিদ আর নেই। এ ঘোষণা বারবার ভেসে আসতেই গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া।
সকাল সাড়ে ১০টার দিকে নেককিড়ি কবরস্থান-সংলগ্ন মাঠে জানাজা সম্পন্ন হয় সাজিদের। জানাজায় অংশ নিতে সকাল থেকেই মানুষের ঢল নামে মাঠজুড়ে—গ্রামবাসী, কৃষক, শ্রমজীবী, স্কুলপড়ুয়া শিশুরা সবাই ছুটে আসে শেষ বিদায়ে শরিক হতে। সাদা কাপড়ে মোড়ানো ছোট্ট দেহটি মাঠে আনার মুহূর্তে চারদিকে কান্নার রোল পড়ে যায়। মাকে বারবার এগিয়ে যেতে চাইলেও স্বজনেরা ধরে রাখছিলেন; তবুও তার কান্না থামেনি এক মুহূর্তের জন্যও।
জানাজার ইমামতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান। জানাজা শেষে হাজারো মুসল্লি হাত তুলে দোয়া করেন ছোট্ট সাজিদের জন্য এবং শোকাহত পরিবারটির জন্য ধৈর্য প্রার্থনা করেন।
দাফনের সময় কফিনটি কবরের দিকে নিয়ে যাওয়া হলে পুরো এলাকা নিস্তব্ধ হয়ে যায়। শুধু শোনা যাচ্ছিলো স্বজনদের কান্না আর হৃদয়বিদারক হাহাকার। স্থানীয়দের ভাষ্যে—একটি শিশুর দাফনে পুরো গ্রাম এমনভাবে কখনো একসঙ্গে দাঁড়ায়নি।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়ায় গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় সাজিদ। ফায়ার সার্ভিসের কর্মীরা টানা ৩২ ঘণ্টার অপারেশন চালিয়ে ৪০ ফুট গভীর মাটি খননের পর বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করে। উদ্ধার করার পর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাতেই মরদেহ গ্রামে পৌঁছানোর পর পুরো এলাকা শোকে আচ্ছন্ন হয়ে পড়ে। শুক্রবার ভোর থেকে অসংখ্য মানুষ ভিড় করেন সাজিদকে শেষবারের মতো বিদায় জানাতে।
সবার দেশ/কেএম




























