স্কুলে ভর্তির লটারি আজ, যেভাবে জানা যাবে ফল
দেশের সরকারি ও মেট্রোপলিটনসহ জেলা ও উপজেলা সদরের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণির ভর্তির জন্য বহুল প্রতীক্ষিত ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর্) সকাল ১০টায়।
রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ লটারি এবারও সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) সূত্র জানিয়েছে, চলতি শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে সাড়ে ১০ লাখেরও বেশি শিক্ষার্থীর। ডিজিটাল লটারি ব্যবস্থার মাধ্যমে তাদের ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণ করা হবে। মাউশির সরকারি ফেসবুক পেজে পুরো লটারির কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে, যাতে অভিভাবকরা তা রিয়েল টাইমে দেখতে পারেন।
লটারি শুরু হওয়ার পরপরই নির্বাচিত শিক্ষার্থীদের কাছে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস পৌঁছে যাবে। ফলে লটারি চলমান থাকা অবস্থাতেই অনেক শিক্ষার্থী জানতে পারবে তাদের ভর্তির ফল।
ডিজিটাল লটারি শেষ হওয়ার পর শিক্ষার্থীরা অনলাইনে ফলাফল জানতে পারবেন। [https://gsa.teletalk.com.bd](https://gsa.teletalk.com.bd) ওয়েবসাইটে লগইন করে প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক এবং শিক্ষার্থীরা ফল ডাউনলোড করতে পারবেন। ভর্তির ধরন, স্কুলের নাম ও নির্দেশনাসহ সব তথ্য আইডি ও পাসওয়ার্ড দিয়ে দেখা যাবে।
লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ১৭ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত স্কুলে ভর্তি হতে হবে। পাশাপাশি দুটি অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে। প্রথম অপেক্ষমান তালিকা থেকে ২২ থেকে ২৪ ডিসেম্বর এবং দ্বিতীয় তালিকা থেকে ২৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তির সুযোগ দেয়া হবে।
এ বছরও সম্পূর্ণ স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর লটারির মাধ্যমে লাখো শিক্ষার্থীর নতুন শিক্ষাযাত্রার সূচনা হতে যাচ্ছে।
সবার দেশ/কেএম




























