মাতৃত্বের দাগই আসল অলঙ্কার বলে মায়েদের বডি শেমিং রুখলেন অভিনেত্রী
শরীর যেমনই হোক, তাকে সম্মান করুন: কিয়ারা
বলিউডের গ্ল্যামার আর ফিটনেস আইকন বললেই যে কজনের নাম সবার আগে মাথায় আসে, কিয়ারা আদভানি তাদের অন্যতম। তবে এবার কেবল গ্ল্যামার নয়, হৃদয়ের গভীরতা দিয়ে অনুরাগীদের মন জয় করে নিলেন এ অভিনেত্রী।
মাতৃত্বকালীন শারীরিক পরিবর্তন এবং গর্ভাবস্থা পরবর্তী ওজন বৃদ্ধি নিয়ে সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গিকে এক হাত নিলেন তিনি। মায়েদের আত্মবিশ্বাস জোগাতে দিলেন এক শক্তিশালী বার্তা।

অলৌকিক এ শরীরকে ভালোবাসুন
নতুন মায়েদের উদ্দেশ্যে কিয়ারা বলেন, আমাদের সমাজ বা সোশ্যাল মিডিয়া প্রায়ই মাতৃত্বের পরের শরীর নিয়ে বাঁকা কথা বলে। কিন্তু মনে রাখতে হবে, এ শরীরটিই একটি নতুন প্রাণকে পৃথিবীতে এনেছে। এটি কোনও সাধারণ বিষয় নয়, বরং প্রকৃতির এক পরম অলৌকিক ঘটনা। তাই আয়নার সামনে দাঁড়িয়ে হতাশ হওয়ার কিছু নেই। এ শরীরটি যা অসাধ্য সাধন করেছে, তার জন্য গর্ব করা উচিত।

বডি শেমিংয়ের বিরুদ্ধে কিয়ারা
অভিনেত্রীর মতে, একটি সন্তান জন্ম দেয়ার পর নারীর শরীরে যে পরিবর্তন আসে, তা কোনো ত্রুটি নয় বরং মাতৃত্বের জয়গান। কিয়ারা স্পষ্টভাবে জানিয়ে দিলেন, শরীর যেমনই হোক তাকে সম্মান করতে শিখুন। কারণ এ শরীরটিই একটি মানবসন্তান তৈরি করেছে। বর্তমান যুগে যেখানে জিরো ফিগার আর পারফেক্ট লুকের ইঁদুর দৌড় চলছে, সেখানে কিয়ারার এমন সংবেদনশীল মন্তব্য নতুন মায়েদের মনে সাহসের সঞ্চার করেছে।

প্রশংসা কুড়াচ্ছে কিয়ারার ইতিবাচকতা
সোশ্যাল মিডিয়ায় কিয়ারার এ বক্তব্য ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি। অনেকেই বলছেন, রুপালি পর্দার তারকা হয়েও মায়েদের বাস্তব সংগ্রামকে এভাবে স্বীকৃতি দেয়াটা সত্যিই বিরল। কিয়ারার এ সহজ স্বীকারোক্তি বুঝিয়ে দিলো, আসল সৌন্দর্য কেবল বাহ্যিক ফিটনেসে নয়, বরং নিজের শরীরকে গ্রহণ করার আত্মবিশ্বাসেই লুকিয়ে আছে।
সবার দেশ/কেএম




























