দেবীদ্বারে পথসভা
বিএনপি-জামায়াতের নেতারাও আমার পক্ষে ঢাল হবে: হাসনাত
দেবীদ্বারকে ঘিরে রাজনৈতিক উত্তাপের মাঝে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে দলটির প্রার্থী হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন, তার নিরাপত্তা নিয়ে যেকোনও হুমকি মোকাবিলায় স্থানীয় মানুষই হবে প্রধান শক্তি। তিনি বলেন, দেবীদ্বারের মা-বোনেরা প্রথমে তার সুরক্ষায় এগিয়ে আসবেন, এরপর আশপাশের মানুষজন। এমনকি বিএনপি ও জামায়াতের নেতারাও তার পক্ষে দাঁড়াবে বলে বিশ্বাস প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী ‘ভারতীয় আধিপত্যবিরোধী গণসংযোগ ও প্রচারণা’ শেষে সন্ধ্যায় উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামে আয়োজিত পথসভায় হাসনাত এসব মন্তব্য করেন।
সভায় তিনি অভিযোগ তোলেন, তাকে লক্ষ্য করে বিভিন্ন ফোনে হুমকি দেয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে এবং হত্যার ইঙ্গিতও দেয়া হচ্ছে। তবে এসব হুমকি তিনি পাত্তা দিতে চান না। তার ভাষায়—
ভয় দেখানোর রাজনীতি এখন আর টেকসই নয়, আর যারা ভয় দেখায় তারা নিজেরাই আতঙ্কে থাকে।
হাসনাত বলেন, তার দল প্রতিযোগিতার ভিত্তিতে রাজনীতিতে বিশ্বাস করে—ভালোর প্রতিযোগিতা, উন্নয়নের প্রতিযোগিতা। সহিংসতা, প্রতিহিংসা বা ভয় দেখানোর রাজনীতিকে তিনি প্রত্যাখ্যান করেন। ভোটের অধিকার মানুষের হাতে থাকবে এবং জনগণ যার পাশে দাঁড়াতে চাইবে তার পক্ষেই রায় দেবে— এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এনসিপির এ প্রার্থী আরও দাবি করেন, বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী তাদের বিরুদ্ধে সক্রিয় কারণ এলাকায় টেন্ডারবাজি, চাঁদাবাজি ও মামলা ব্যবসা—এসব বন্ধ করে দেওয়ার আশঙ্কা থেকেই তাদের বিরোধিতা শুরু হয়েছে।
সভায় আরও বক্তব্য দেন এনসিপির দেবীদ্বার উপজেলা সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, মাওলানা রায়হান সিদ্দিক, শামীম আহমেদ, সাজেদুল রাফসানসহ স্থানীয় নেতারা।
হাসনাতের বক্তব্যে পরিষ্কার ছিলো—তার রাজনীতির কেন্দ্রবিন্দু প্রতিহিংসা নয় বরং জনসম্পৃক্ততা, এবং দেবীদ্বারের ভবিষ্যৎ রাজনীতিতে তিনি নিজেকে বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন।
সবার দেশ/কেএম




























