জনগণের ‘অবহেলার অবসান’ প্রতিশ্রুতি
কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন নিলেন হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে নির্বাচনী এলাকার স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
দেবীদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত সমন্বয়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দেবীদ্বারের মানুষের প্রত্যাশার প্রতীক হয়ে হাসনাত আব্দুল্লাহ মনোনয়ন নিয়েছেন। আমরা আশাবাদী, আসন্ন নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।
মনোনয়ন সংগ্রহের পর প্রতিক্রিয়ায় হাসনাত আব্দুল্লাহ বলেন, দেবীদ্বারের মানুষ দীর্ঘ ৫০ বছর ধরে অবহেলিত। অসংখ্য নেতা এখানে জন্ম নিয়েছেন, কিন্তু মানুষের ভাগ্য বদলায়নি। এবার সময় এসেছে সে অবহেলার অবসান ঘটানোর। আমি বিশ্বাস করি, আগামী নির্বাচনে দেবীদ্বারের মানুষ সত্য ও উন্নয়নের পক্ষে রায় দেবে।
রাজনৈতিক মহলে হাসনাত আব্দুল্লাহর প্রার্থীতা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রগুলো বলছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন, যা তার জনপ্রিয়তা বাড়িয়েছে।
প্রসঙ্গত, কুমিল্লা-৪ (দেবীদ্বার) জাতীয় সংসদের ২৫২ নম্বর আসন, যা পুরো দেবীদ্বার উপজেলা নিয়ে গঠিত। এ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন মো. সাইফুল ইসলাম শহীদ।
সবার দেশ/কেএম




























