শহিদ হিসেবে সম্মান জানানো হবে
হাদির লাশ শুক্রবার দেশে আসবে: ডা. আহাদ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেছেন। তার লাশ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালের দিকে সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডা. আব্দুল আহাদ জানিয়েছেন, হাদি ভাইকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন। তিনি বলেন,
আমাদের প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থান পরবর্তী বলিষ্ঠ কণ্ঠস্বর শরিফ ওসমান হাদি ভাই আমাদের ছেড়ে পরপারে চলে গিয়েছেন। আল্লাহ তাকে শহিদ হিসেবে কবুল করুন। হাদির পরিবারের পাশে থাকার জন্য আমরা সবাই দোয়া করবো এবং অভ্যুত্থানের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।
এর আগে, বৃহস্পতিবার রাত ৯টা ৪৪ মিনিটে হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে মৃত্যুর বিষয়টি জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়,
ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।
ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকেও হাদির না ফেরার দেশে যাত্রার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সবার দেশ/কেএম




























