ধুলোয় মিশলো ইসরায়েলের অহংকার ‘আয়রন ডোম’
মোসাদ সদর দফতর গুঁড়িয়ে দিলো ইরান
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ক্ষেপণাস্ত্র হামলায় গুঁড়িয়ে গেছে ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং বিশ্বের অন্যতম চৌকস গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান পরিকল্পনা কার্যালয়।
আইআরজিসি দাবি করেছে, তারা উচ্চক্ষমতাসম্পন্ন বাহির-এলভে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং উন্নতমানের ড্রোনের সমন্বয়ে এ সফল আঘাত হেনেছে, যা ইসরায়েলের বহুল প্রচারিত প্রতিরক্ষা ব্যবস্থা — ‘আয়রন ডোম’, ‘ডেভিডস স্লিং’ এবং ‘এরো সিস্টেম’ — একযোগে ব্যর্থ করে দেয়। ইরানের দাবি, এসব হামলা শুধু প্রতিশোধমূলক নয়, বরং কৌশলগত বার্তা বহন করছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের মতে, সম্প্রতি ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলার মাধ্যমে যে সংঘাতের সূচনা করেছিলো, এবার তারই জবাব পেলো মোসাদের ঘাড়ে সরাসরি। আইআরজিসি’র তরফ থেকে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ ও কৌশলগত পরিকল্পনার পর এ হামলা চালানো হয়, যাতে ব্যর্থ হওয়ার কোনো সুযোগই রাখা হয়নি।
বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং প্রযুক্তিনির্ভর যে গোয়েন্দা কাঠামোর অহংকারে ইসরায়েল গর্ব করতো, সে মোসাদকেই এবার ইরান কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলো। ইসরায়েলের অভ্যন্তরেই এ হামলার বাস্তবায়ন নিঃসন্দেহে বিশ্ব রাজনীতিতে বড় বার্তা হয়ে থাকছে।
এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে ইরান থেকে আজারবাইজানে পালিয়েছেন অন্তত ৬০০ বিদেশি নাগরিক। আজারবাইজানের সীমান্তবর্তী আস্তারা চেকপয়েন্ট দিয়ে প্রবেশ করে তাদের বাকুর আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। এদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইউএই, জার্মানি, স্পেন, ইতালি, পর্তুগালসহ মোট ১৭ দেশের নাগরিক।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি সামরিক আক্রমণ নয় — বরং ইরানের পক্ষ থেকে একটি সুস্পষ্ট বার্তা: ইসরায়েলের আভ্যন্তরে হামলার সক্ষমতা এবং সাহস, উভয়ই এখন তাদের আছে।
আর এ বার্তা সবচেয়ে বেশি বেদনার সাথেই বুঝতে পারছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু — যিনি ইতোমধ্যেই আত্মগোপনে রয়েছেন। মোসাদ দফতরে হামলার পর দেশজুড়ে সমালোচনার মুখে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে।
বিশ্লেষকদের মতে, এ হামলা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মানচিত্রে একটি মোড় পরিবর্তন ঘটাতে পারে — যেখানে আর কারও নিরাপত্তা নিশ্চয়তা নেই, এমনকি আয়রন ডোমেও না।
সবার দেশ/কেএম




























