Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:২৯, ২১ জুন ২০২৫

ইসরাইলের ৫০ যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করেছে: ইরাক

ইসরাইলের ৫০ যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করেছে: ইরাক
ছবি: সংগৃহীত

ইরাকের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনেছে দেশটির জাতিসংঘ মিশন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইরাক জানিয়েছে, ইসরাইলের অন্তত ৫০টি যুদ্ধবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে।

শুক্রবার (২০ জুন) নিরাপত্তা পরিষদকে দেয়া বক্তব্যে ইরাকের জাতিসংঘ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্বাস কাদোম ওবায়েদ আল-ফাতলাভি বলেন, সিরিয়া-জর্ডান সীমান্ত এলাকা থেকে প্রথমে ২০টি এবং পরে আরও ৩০টি যুদ্ধবিমান ইরাকের আকাশে প্রবেশ করে।

তিনি জানান, যুদ্ধবিমানগুলো বসরা, নাজাফ ও কারবালার আকাশ দিয়ে অতিক্রম করে, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।

এর আগে ১৩ জুন ইসরাইল ইরানে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি সামরিক অভিযান চালায়। হামলার লক্ষ্য ছিলো পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং শীর্ষ কর্মকর্তাদের বাসভবন। এর জবাবে ইরানও ‘প্রমিজ থ্রি’ নামে পাল্টা হামলা চালায়।

ইরান-ইসরাইল সংঘাতের অষ্টম দিনে গড়ানো এ উত্তেজনায় ইতিমধ্যে দুই দেশেই বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আর ইরাক দাবি করছে, এ সংঘাত এখন তাদের ভূখণ্ডকেও অনিচ্ছায় জড়িয়ে ফেলেছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ