Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫:০০, ৩১ অক্টোবর ২০২৫

এক মাসে রেকর্ড ১ কোটি ১৭ লাখ মুসল্লির ওমরাহ পালন

এক মাসে রেকর্ড ১ কোটি ১৭ লাখ মুসল্লির ওমরাহ পালন
ছবি: সংগৃহীত

সৌদি আরবে ওমরাহ পালনে সৃষ্টি হয়েছে নতুন ইতিহাস। হিজরি মাস রবিউস সানিতে এক মাসেই ১ কোটি ১৭ লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি পবিত্র ওমরাহ পালন করেছেন—যা এখন পর্যন্ত অন্যতম সর্বোচ্চ রেকর্ড।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের প্রকাশিত সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, এদের মধ্যে প্রায় ১ কোটি ৫ লাখ মুসল্লি এসেছেন সৌদি আরবের বাইরে থেকে। কর্মকর্তাদের মতে, এ নজিরবিহীন বৃদ্ধি সম্ভব হয়েছে দেশটির ডিজিটাল সেবা, উন্নত লজিস্টিক ব্যবস্থাপনা ও যাত্রী-বান্ধব আধুনিক অবকাঠামোর কারণে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার ফলে ওমরাহ যাত্রা এখন আরও নিরাপদ, সহজ ও নির্বিঘ্ন হয়েছে। মুসল্লিদের ভিসা প্রক্রিয়া থেকে শুরু করে পরিবহন, হোটেল বুকিং, এমনকি পবিত্র মসজিদে প্রবেশ—সব ধাপে এখন একীভূত ডিজিটাল সাপোর্ট দেয়া হচ্ছে।

এ সাফল্য সৌদি আরবের ভিশন ২০৩০–এর বড় অর্জন হিসেবেই দেখা হচ্ছে। পরিকল্পনাটির লক্ষ্য হলো—বিশ্বের মুসলমানদের জন্য দুই পবিত্র মসজিদে আগমন সহজ করা, ধর্মীয় পর্যটনে সেবার মান বাড়ানো এবং দেশের অর্থনীতিকে আরও বহুমাত্রিক করা।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক সাধারণ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা যৌথভাবে কাজ করছে যেন মুসল্লিদের অভিজ্ঞতা আরও উন্নত হয়। নতুন ডিজিটাল ও অপারেশনাল সিস্টেম চালুর ফলে যাত্রীরা এখন তাদের সফরের প্রতিটি ধাপ—পরিকল্পনা থেকে নিরাপদে দেশে ফেরা পর্যন্ত—আরও স্বাচ্ছন্দ্যে সম্পন্ন করতে পারছেন।

সৌদি সরকারের প্রত্যাশা, ২০৩০ সালের মধ্যে প্রতিবছর ওমরাহ পালনকারীর সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে যাবে, যা দেশটির ধর্মীয় পর্যটন ও সেবা খাতকে আরও শক্তিশালী করবে।

সূত্র: গালফ নিউজ

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন