Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৩, ২ জানুয়ারি ২০২৬

উত্তেজনা না বাড়াতে বেইজিংকে আহ্বান যুক্তরাষ্ট্রের

তাইওয়ান ঘিরে চীনের সামরিক তৎপরতা উদ্বেগজনক

তাইওয়ান ঘিরে চীনের সামরিক তৎপরতা উদ্বেগজনক
ছবি: সংগৃহীত

তাইওয়ানকে ঘিরে চীনের ধারাবাহিক সামরিক মহড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এসব মহড়াকে কার্যত ‘অবরোধের অনুশীলন’ হিসেবে আখ্যা দিয়ে ওয়াশিংটন বেইজিংকে সংযম দেখাতে এবং উত্তেজনা বাড়ায়—এমন পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, চীনের সামরিক তৎপরতা ও আগ্রাসী বক্তব্য অপ্রয়োজনীয়ভাবে তাইওয়ান প্রণালী ও আশপাশের অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে।

পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট বলেন, তাইওয়ান এবং অঞ্চলটির অন্যান্য দেশের প্রতি চীনের সামরিক কর্মকাণ্ড ও ভাষ্য অকারণে উত্তেজনা সৃষ্টি করছে। তিনি বেইজিংকে তাইওয়ানের ওপর সামরিক চাপ বন্ধ করতে, সংযম দেখাতে এবং অর্থবহ সংলাপে অংশ নেয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছে এবং বলপ্রয়োগ কিংবা চাপের মাধ্যমে বর্তমান পরিস্থিতি একতরফাভাবে পরিবর্তনের যেকোনও উদ্যোগের বিরোধিতা করে।

চলতি সপ্তাহের শুরুতে চীন তাইওয়ানের চারপাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মহড়া, যুদ্ধবিমান ও নৌযান মোতায়েনের মাধ্যমে বড় ধরনের সামরিক অনুশীলন চালায়। বেইজিং দাবি করে আসছে, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং দ্বীপটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার তাদের অঙ্গীকার।

এরই ধারাবাহিকতায় গত বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কড়া ভাষায় বলেন, তাইওয়ান প্রণালীর উভয় পাড়ের মানুষ রক্তের বন্ধন ও আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ। তিনি বলেন, মাতৃভূমির পুনঃএকত্রীকরণ সময়ের দাবি এবং এটি কেউ ঠেকাতে পারবে না।

চীনের এমন অবস্থান ও সামরিক মহড়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ