একসাথে ১৬ স্যাটেলাইট হারানোর আশঙ্কায় ভারত
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পোলার স্যাটেলাইট উৎক্ষেপণ যান (পিএসএলভি)-এর ৬৪তম মিশন পিএসএলভি-সি৬২ প্রযুক্তিগত ত্রুটির কারণে বড় ধাক্কা খেলো। উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই রকেটের তৃতীয় পর্যায়ে গুরুতর বিচ্যুতি ধরা পড়ায় একসঙ্গে ১৬টি উপগ্রহ হারানোর সম্ভাবনা তৈরি হয়েছে।
সোমবার সকাল ১০টা ১৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-সি৬২ উৎক্ষেপণ করা হয়। প্রথম ও দ্বিতীয় পর্যায় পরিকল্পনা অনুযায়ী সফল হলেও তৃতীয় পর্যায়ে প্রবেশের পর রকেটের গতিপথে অস্বাভাবিকতা দেখা দেয়। মহাকাশ প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, পিএসএলভির তৃতীয় ধাপেই রকেটের গতি ও উচ্চতা চূড়ান্তভাবে নির্ধারিত হওয়ায় এ ধরনের ত্রুটি প্রায় সম্পূর্ণ মিশন ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়।
ইসরোর চেয়ারম্যান ড. ভি নারায়ণন জানিয়েছেন, উৎক্ষেপণের সময় সংগৃহীত সকল তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। তিনি বলেন, মিশনটি প্রত্যাশিত পথে অগ্রসর হতে পারেনি, তবে পূর্ণাঙ্গ বিশ্লেষণ শেষ না হওয়া পর্যন্ত এটি সফল বা ব্যর্থ হিসেবে ঘোষণা করা হবে না।
মিশনে মোট ১৬টি উপগ্রহ বহন করা হচ্ছিলো। এর মধ্যে ভারতের পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ ইওএস-এন১, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার তৈরি নজরদারি উপগ্রহ অন্বেষা, এছাড়া ভারতের মহাকাশ উদ্যোগের পাশাপাশি ব্রাজিল, নেপাল ও যুক্তরাজ্যের একাধিক বিদেশি উপগ্রহ অন্তর্ভুক্ত ছিলো।
যদি পিএসএলভি-সি৬২ মিশন আনুষ্ঠানিকভাবে ব্যর্থ ঘোষণা করা হয়, তবে এটি ইসরোর জন্য নয় শুধু, ভারতের ক্রমবর্ধমান বাণিজ্যিক মহাকাশ কর্মসূচির জন্যও বড় ধাক্কা হবে। বিশেষ করে এমন সময়ে, যখন পিএসএলভি উৎক্ষেপণ ভারতের বাণিজ্যিক মহাকাশ কার্যক্রমের মূল ভিত্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এখনও ইসরো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও তৃতীয় পর্যায়ের ত্রুটির কারণে এক ধাক্কায় ১৬টি উপগ্রহ হারানোর আশঙ্কা ভারতের মহাকাশ কর্মসূচিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
সবার দেশ/কেএম




























