Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৪, ১৬ ডিসেম্বর ২০২৫

ঘন কুয়াশায় মৃত্যু ফাঁদ যমুনা এক্সপ্রেসওয়ে

ভারতে বাস-গাড়ির সংঘর্ষে আগুন, নিহত বেড়ে ১৩

ভারতে বাস-গাড়ির সংঘর্ষে আগুন, নিহত বেড়ে ১৩
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশায় ঢেকে যাওয়া ভারতের উত্তর প্রদেশের মথুরায় দিল্লি–আগ্রা যমুনা এক্সপ্রেসওয়ে পরিণত হলো মৃত্যু ফাঁদে। ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরের দিকে দৃশ্যমানতা প্রায় শূন্যের কোঠায় নেমে এলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে অন্তত সাতটি বাস ও তিনটি ছোট গাড়ির মধ্যে একের পর এক সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ায় অনেক যাত্রী বের হওয়ার সুযোগ পাননি, ফলে প্রাণহানির সংখ্যা বেড়ে যায়।

মথুরার জেলা ম্যাজিস্ট্রেট চন্দ্র প্রকাশ সিং সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, দুর্ঘটনায় কয়েকটি ছোট বাস, একটি টেম্পো ট্রাভেলার এবং অন্যান্য হালকা যানবাহন জড়িত ছিলো। আগুন লাগার কারণে উদ্ধার কাজে শুরুতে কিছুটা বিঘ্ন ঘটে, তবে পরে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে মথুরা ও আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের বেশিরভাগের অবস্থা স্থিতিশীল এবং কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে উদ্ধার ও আগুন নির্বাপণের কাজ চলায় সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোশ্যাল মিডিয়ায় দেয়া এক বার্তায় তিনি বলেন, মথুরা জেলার যমুনা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন।

উল্লেখ্য, শীত মৌসুমে উত্তর ভারতে ঘন কুয়াশার কারণে একের পর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটছে। এর আগের দিন দিল্লি–মুম্বাই এক্সপ্রেসওয়েতেও কুয়াশার মধ্যে প্রায় ২০টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হন এবং ১৫ থেকে ২০ জন গুরুতর আহত হন।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

হাদিকে হত্যাচেষ্টা মামলায় শুটার ফয়সালের বাবা–মা গ্রেফতার
২৫ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকায় নামবেন তারেক রহমান
ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা মোকাবিলায় অনড় বিবিসি
যে কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদ
বিজয় দিবসে ‘ফেলানী এভিনিউ’ উদ্বোধন
মুক্তিযুদ্ধ ও ধর্মের নামে দেশ বিভাজনের রাজনীতি চলবে না: নাহিদ ইসলাম
সিডনি হামলায় ধোঁয়াশা, বন্দুকধারী পাকিস্তানি না ভারতীয়—যা জানা গেলো
হাদির দ্রুত ফেরার সম্ভাবনা কম, দীর্ঘ সময় আইসিইউতে থাকার আশঙ্কা
খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ
হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ: প্রধান উপদেষ্টা
বেনাপোলে আটক ভারতীয় ট্রাকে অবৈধ পণ্যের বিশাল ভাণ্ডার
বেনাপোল বিস্ফোরক মামলার আসামি আটক আটক
ধামইরহাট সীমান্তে মাদকসহ চোরাকারবারি আটক
রেকর্ড দামে আইপিএল-এ মোস্তাফিজ
বাংলাদেশের বিজয়কে বিকৃতি করেছেন নরেন্দ্র মোদি: আখতার
তরুণদের রক্ষা করলেই দেশ রক্ষা পাবে: ড. ইউনূস
তারেক রহমানের বাসভবন, অফিস প্রস্তুত