Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৭, ৭ ডিসেম্বর ২০২৫

তদন্তে নেমেছে প্রশাসন

ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত ২৫

ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত ২৫
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর গোয়ার পর্যটনকেন্দ্র আরপোরা এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। আরও অন্তত ৫০ জন দগ্ধ ও ধোঁয়াজনিত শ্বাসকষ্টে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন গোয়া মেডিকেল কলেজে। 

শনিবার গভীর রাতে ‘বার্চ বাই রোমিও লেন’ নামের নাইটক্লাবটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই সৃষ্টি হয় চাঞ্চল্য ও বিশৃঙ্খলা।

রোববার ভোরে ঘটনাস্থল পরিদর্শন শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত গণমাধ্যমকে জানান—নিহতদের বেশিরভাগই ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। তিনজন দগ্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে ৪ জন পর্যটক এবং ১৪ জন ক্লাবের কর্মচারী। বাকি সাতজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

গোয়া পুলিশ জানিয়েছে, রাতের শেষ প্রহরে ক্লাবের ভেতরে আকস্মিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ভেতরে থাকা মানুষজন বের হওয়ার সুযোগ পাননি।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ধ্বংসস্তূপ ও দগ্ধ অংশে উদ্ধার কার্যক্রম চালিয়ে বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠায় উদ্ধার দল।

মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সোশ্যাল মিডিয়া এক্সে এক বার্তায় লিখেছেন, গোয়ার জন্য আজ অত্যন্ত শোকের দিন। আমরা বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছি। যারাই দায়ী থাকুক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় প্রশাসন ও পুলিশের ধারণা—নিহতদের বড় একটি অংশই শিফট শেষে ক্লাবের ভেতরেই ছিলেন কর্মচারীরা। পর্যটকসহ অনেকেই ছিলেন নাচ-গানের জমজমাট রাত কাটাতে। হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় বেশিরভাগই ধোঁয়ায় দমবন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পুরো ঘটনার বিস্তারিত তদন্তে বিশেষ দল গঠন করেছে গোয়া সরকার। পাশাপাশি নিহত ও আহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাদি আমার নির্বাচনী প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী নয়: মির্জা আব্বাস
জুলাই অভ্যুত্থান নস্যাৎয়ের ষড়যন্ত্র রুখতে সর্বদলীয় ঐক্যের অঙ্গীকার
হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার
দিল্লির আধিপত্য ঠেকাতে ঐক্যের ডাক
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত -এনসিপির বৈঠক
জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি আক্তারুজ্জামান
হাদিকে গুলি করা ফয়সাল যেভাবে জামিন পেলেন
হাদির হামলাকারীর ছবি প্রকাশ, তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা
বাংলাদেশি নাবিকসহ তেলবাহী ট্যাঙ্কার আটক করলো ইরান
কেরানীগঞ্জে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৪৫ জন উদ্ধার
শ্বাস নিতে পারছেন হাদি, জানালেন ফাহিম ফারুকী
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, গ্রেফতারের প্রস্তুতি
হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট, অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’
হাদির ব্রেইন স্টেমে ‘ম্যাসিভ ইনজুরি’, সংকটময় ৭২ ঘণ্টা
হাদিকে দেখতে হাসপাতালে ছুটলেন তিন উপদেষ্টা