চিকিৎসা ঘিরে সংকটকাল
হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম স্থগিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার পর তার পরিচালিত ইনকিলাব কালচারাল সেন্টারের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর ইনকিলাব কালচারাল সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক ঘোষণায় জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সেন্টারের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে এবং এ সময় প্রতিষ্ঠানটি বন্ধ থাকবে।
পরে একই পেজ থেকে প্রকাশিত একটি বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে ইনকিলাব কালচারাল সেন্টার একটি অত্যন্ত সংকটপূর্ণ সময় অতিক্রম করছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্টারের ভলান্টিয়ার ও ম্যানেজমেন্টের সদস্যরা এ মুহূর্তে হাসপাতাল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় ও সহযোগিতার কাজে ব্যস্ত রয়েছেন। এ পরিস্থিতিতে সেন্টারের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব না হওয়ায় প্রাথমিকভাবে আগামী এক সপ্তাহের জন্য সব কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ দুঃসময়ে ইনকিলাব কালচারাল সেন্টারের সঙ্গে সংশ্লিষ্ট সবাই দেশবাসীর দোয়া কামনা করছেন। আশা প্রকাশ করে বলা হয়, ইনশাআল্লাহ খুব শিগগিরই এ সংকটময় সময় কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং পরবর্তী সময়ে সেন্টারের কার্যক্রম স্বাভাবিক নিয়মে পুনরায় চালু করা হবে।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভেন্টিলেটর সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সবার দেশ/কেএম




























