জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮ জনের পরিচয় শনাক্ত
জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত শহীদদের পরিচয় শনাক্তকরণ কার্যক্রমে নতুন অগ্রগতি এসেছে। এ পর্যন্ত নতুন করে ৮ জন শহীদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। পরিচয় প্রকাশের মুহূর্তে স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে রাজধানীর রায়েরবাজার কবরস্থানের পরিবেশ।
সোমবার (৫ জানুয়ারি) সকালে রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত লাশ শনাক্তকরণ কার্যক্রমের অগ্রগতি ও ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এসব তথ্য জানান সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ। তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত শহীদদের পরিচয় নিশ্চিত করতে মোট ১১৪ জনের লাশ উত্তোলনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সিআইডির তথ্যমতে, পরিচয় নিশ্চিত হওয়া ৮ জন শহীদ হলেন— ময়মনসিংহের ফুলপুর উপজেলার মো. মাহিন মিয়া (২৫), শেরপুরের শ্রীবর্দী উপজেলার আসাদুল্লাহ, চাঁদপুরের মতলব উপজেলার বারোহাটিয়া গ্রামের পারভেজ বেপারী, পিরোজপুরের নাজিরপুর থানার সাতকাছিনা গ্রামের রফিকুল ইসলাম, মুন্সীগঞ্জের লৌহজং থানার সোহেল রানা, ফেনীর রফিকুল ইসলাম, কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফয়সাল সরকার এবং ঢাকার মুগদা এলাকার কাবিল হোসেন (৫৮)।
সিআইডি প্রধান জানান, গত বছরের ৭ ডিসেম্বর থেকে লাশ উত্তোলনের কার্যক্রম শুরু হয় এবং ২৭ ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে ১১৪টি লাশ উত্তোলন করা হয়েছে। ডিএনএ পরীক্ষা ও অন্যান্য প্রযুক্তিগত প্রক্রিয়ার মাধ্যমে এসব লাশের পরিচয় শনাক্ত করা হচ্ছে।
পরিচয় নিশ্চিত হওয়ার খবর শুনে উপস্থিত স্বজনরা আবেগে ভেঙে পড়েন। দীর্ঘ সময়ের অপেক্ষা ও অনিশ্চয়তার পর প্রিয়জনের পরিচয় ফিরে পাওয়ার অনুভূতি কবরস্থানজুড়ে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি করে।
সিআইডি প্রধান আরও জানান, এখনও যেসব লাশের পরিচয় নিশ্চিত হয়নি, সেগুলোর শনাক্তকরণ কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। পর্যায়ক্রমে আরও শহীদের পরিচয় উদ্ঘাটিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সবার দেশ/কেএম




























