Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩২, ৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:৩৩, ৫ জানুয়ারি ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮ জনের পরিচয় শনাক্ত

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮ জনের পরিচয় শনাক্ত
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত শহীদদের পরিচয় শনাক্তকরণ কার্যক্রমে নতুন অগ্রগতি এসেছে। এ পর্যন্ত নতুন করে ৮ জন শহীদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। পরিচয় প্রকাশের মুহূর্তে স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে রাজধানীর রায়েরবাজার কবরস্থানের পরিবেশ।

সোমবার (৫ জানুয়ারি) সকালে রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত লাশ শনাক্তকরণ কার্যক্রমের অগ্রগতি ও ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এসব তথ্য জানান সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ। তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত শহীদদের পরিচয় নিশ্চিত করতে মোট ১১৪ জনের লাশ উত্তোলনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সিআইডির তথ্যমতে, পরিচয় নিশ্চিত হওয়া ৮ জন শহীদ হলেন— ময়মনসিংহের ফুলপুর উপজেলার মো. মাহিন মিয়া (২৫), শেরপুরের শ্রীবর্দী উপজেলার আসাদুল্লাহ, চাঁদপুরের মতলব উপজেলার বারোহাটিয়া গ্রামের পারভেজ বেপারী, পিরোজপুরের নাজিরপুর থানার সাতকাছিনা গ্রামের রফিকুল ইসলাম, মুন্সীগঞ্জের লৌহজং থানার সোহেল রানা, ফেনীর রফিকুল ইসলাম, কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফয়সাল সরকার এবং ঢাকার মুগদা এলাকার কাবিল হোসেন (৫৮)।

সিআইডি প্রধান জানান, গত বছরের ৭ ডিসেম্বর থেকে লাশ উত্তোলনের কার্যক্রম শুরু হয় এবং ২৭ ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে ১১৪টি লাশ উত্তোলন করা হয়েছে। ডিএনএ পরীক্ষা ও অন্যান্য প্রযুক্তিগত প্রক্রিয়ার মাধ্যমে এসব লাশের পরিচয় শনাক্ত করা হচ্ছে।

পরিচয় নিশ্চিত হওয়ার খবর শুনে উপস্থিত স্বজনরা আবেগে ভেঙে পড়েন। দীর্ঘ সময়ের অপেক্ষা ও অনিশ্চয়তার পর প্রিয়জনের পরিচয় ফিরে পাওয়ার অনুভূতি কবরস্থানজুড়ে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি করে।

সিআইডি প্রধান আরও জানান, এখনও যেসব লাশের পরিচয় নিশ্চিত হয়নি, সেগুলোর শনাক্তকরণ কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। পর্যায়ক্রমে আরও শহীদের পরিচয় উদ্ঘাটিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি