Sobar Desh | সবার দেশ ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ০০:২০, ১৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:২০, ১৫ জানুয়ারি ২০২৬

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬

নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক

নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছবি: সবার দেশ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে নাটোর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন বাগাতিপাড়ার দুই কৃতি শিক্ষাবিদ। তারা হলেন বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বি.এম ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. সামসুন্নাহার এবং কাদিরাবাদ স্যাপার কলেজের অধ্যক্ষ মো. তৌহিদুল হক।

জানা গেছে, কারিগরি শিক্ষা ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন মোছা. সামসুন্নাহার এবং কলেজ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন মো. তৌহিদুল হক। সম্প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা পর্যায়ের শ্রেষ্ঠদের একটি তালিকা প্রকাশ করা হয়। এ সাফল্যের ধারাবাহিকতায় তারা দুজনই বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে আবেদন সম্পন্ন করেছেন।

সূত্র জানায়, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সারাদেশে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন আহ্বান করা হয়। প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই শেষে গঠিত বাছাই কমিটি শিক্ষা ব্যবস্থাপনা, একাডেমিক সাফল্য, প্রশাসনিক দক্ষতা, শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষায় উদ্ভাবনী উদ্যোগের মতো গুরুত্বপূর্ণ সূচক বিবেচনায় নিয়ে জেলা পর্যায়ের শ্রেষ্ঠদের চূড়ান্তভাবে নির্বাচন করে।

এ বিষয়ে বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বি.এম ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. সামসুন্নাহার বলেন, এ স্বীকৃতি ব্যক্তিগত হলেও এর পেছনে রয়েছে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত অবদান। তিনি বলেন, বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের মাধ্যমে কারিগরি শিক্ষার গুরুত্ব ও সম্ভাবনা আরও বিস্তৃতভাবে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

কাদিরাবাদ স্যাপার কলেজের অধ্যক্ষ মো. তৌহিদুল হক বলেন, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হওয়া তার জন্য বড় অনুপ্রেরণা। তিনি জানান, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় একটি শৃঙ্খলাবদ্ধ, শিক্ষাবান্ধব ও ইতিবাচক একাডেমিক পরিবেশ গড়ে তোলার চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে অন্যান্য ক্যাটাগরিতেও নাটোর জেলার শিক্ষাবিদরা সাফল্যের স্বাক্ষর রেখেছেন। বিদ্যালয় ক্যাটাগরিতে সিংড়া উপজেলার লালোন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব আলম এবং মাদ্রাসা ক্যাটাগরিতে গুরুদাসপুর উপজেলার খুবজীপুর দাবির উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুর রহমান জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।

নাটোর জেলা শিক্ষা কর্মকর্তা মো. রোস্তম আলী হেলালী বলেন, জেলা পর্যায়ে নির্বাচিত শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানরা নিজ নিজ ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিভাগীয় পর্যায়েও তারা নাটোর জেলার সুনাম ও মর্যাদা অক্ষুণ্ন রাখবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি