নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ক্ষুব্দ দল
বিএনপি নেতা সাজু বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজধানীর দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
বুধবার এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এস এ সিদ্দিক সাজুকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়া এবং শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের সিদ্ধান্ত নেয়া জরুরি ছিলো।
বিএনপি আরও জানায়, ভবিষ্যতেও কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সবার দেশ/কেএম




























