আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক বিচার শুরু
হাসিনার বিরুদ্ধে ‘গণহত্যা’ মামলার তদন্ত প্রতিবেদন জমা

গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত আলোচিত ‘জুলাই গণহত্যা’র ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার (১২ মে) দুপুরে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেয়া হয়।
প্রতিবেদনে গণহত্যার নির্দেশদাতা ও মূল পরিকল্পনাকারী হিসেবে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ মামুনের নাম উঠে এসেছে বলে জানা গেছে।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, আশা করছি, দ্রুতই ফরমাল চার্জ দাখিল করে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।
তিনি আরও জানান, চানখারপুল হত্যাকাণ্ডসহ আরও কয়েকটি ঘটনায় পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেও প্রতিবেদন জমা দেয়া হয়েছে। এ সপ্তাহেই এসব মামলায় চার্জশিট জমা দেয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনের সময়, ২০২৪ সালের জুলাই-আগস্টে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে নির্বিচারে গুলি চালিয়ে শতাধিক মানুষ হত্যা করা হয়। এ গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে।
এ আন্দোলনের মুখেই গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতন ঘটে। এরপর শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে চলতি বছরের ২০ এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করার সময়সীমা বেঁধে দেয়া হয়েছিলো। সে অনুযায়ী তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।
সবার দেশ/কেএম