‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেসসচিব
‘গ্রামীণ’ নামটাই শুধু ইউনূস দিয়েছেন, কিছুই তার নয়

ড. মুহাম্মদ ইউনূসের নিজের নামে কোনও সম্পত্তি নেই, এমনকি নিজের নামে কোনো গাড়িও নেই—এমনটাই জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম।
সোমবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক অনুষ্ঠানে তিনি বলেন, শুধু ‘গ্রামীণ’ নামটা ড. ইউনূস দিয়েছেন বলে এসব প্রতিষ্ঠান তার হয়ে যায় না। তার কোনও শেয়ার বা মালিকানা নেই। কেউ প্রমাণ করতে পারলে দেখাক।
তিনি বলেন, অনেকে বলছেন ইউনূস সরকারের সুবিধা নিয়ে নানা প্রতিষ্ঠান খুলেছেন। কিন্তু তিনি ব্যক্তিগতভাবে কোনো লাভ নেননি—এটা তদন্ত করে দেখা উচিত।
‘গ্রামীণ এমপ্লয়মেন্ট এজেন্সি’ নিয়ে প্রেসসচিব জানান, ২০০৯ সালে এ সংস্থাটি দক্ষ নার্স ও হাসপাতালের কর্মী বিদেশে পাঠাতে চেয়েছিলো। সৌদি আরবের একটি হাসপাতাল চেইন ইউনূসের মাধ্যমে কর্মী নিতে চেয়েছিলো, কারণ এতে খরচ কম পড়তো। তবে সে সময় শেখ হাসিনার সরকার অনুমোদন দেয়নি। এখন ২০২৪ সালের পরে অনুমোদন দেয়া হলে তাতে সমস্যা কোথায়? দেশে এমন প্রায় সাড়ে তিন হাজার রিক্রুটমেন্ট এজেন্সি আছে বলেও জানান তিনি।
‘গ্রামীণ বিশ্ববিদ্যালয়’ প্রসঙ্গে তিনি বলেন, ২০১৪ সালে পূর্বাচলে প্রায় ২০০–৩০০ বিঘা জমি কেনা হয়েছিলো। কিন্তু ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) তখন অনুমোদন দেয়নি। অবশেষে সবকিছু যাচাই–বাছাই করে সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়টির অনুমোদন দেয়া হয়েছে।
সংবাদের শেষে তিনি বলেন, এ বিষয়গুলো খোলাখুলি তদন্ত হওয়া উচিত। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রমাণসহ তোলা হোক।
সবার দেশ/কেএম