হাইকোর্টে ২২ বিচারপতির স্থায়ী নিয়োগ
জুলাই অভ্যুত্থানের পর হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২৩ জনের মধ্যে ২২ জনের নিয়োগ স্থায়ী করেছেন রাষ্ট্রপতি। তবে বাদ পড়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী—যিনি বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে।
রাষ্ট্রপতির নির্দেশে মঙ্গলবার (১১ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন।
গত বছর ৮ অক্টোবর হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন তারা। পরদিন শপথ গ্রহণের মধ্য দিয়ে তাদের নিয়োগ কার্যকর হয়।
স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২২ জন হলেন—
মো. গোলাম মর্তূজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন ও শিকদার মাহমুদুর রাজী।
আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, স্থায়ী নিয়োগের ক্ষেত্রে সাধারণত বিচারকদের কর্মদক্ষতা, রায় প্রদানে ধারাবাহিকতা, প্রশাসনিক দায়িত্ব পালনের সক্ষমতা ও প্রধান বিচারপতির মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সবার দেশ/কেএম




























