হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জবিতে বিক্ষোভ মিছিল
ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ক্যাম্পাসের মূল ফটক থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি তাতীবাজার মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে এসে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেন।
এসময় শিক্ষার্থীরা ‘জালো রে জালো আগুন জালো, হাদির ওপর হামলা কেনো, প্রশাসন জবাব চাই,সন্ত্রাসীদের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও,আমার ভাই হাসপাতালে ইন্টেরিম কি করে’ স্লোগান দিতে থাকে।
পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ওসমান হাদির ওপর এ হামলা শুধু জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা হাদির ওপর হামলা নয় এ হামলা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হামলা। পাঁচ আগস্টের গনঅভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে গুপ্ত হামলা শুরু হয়েছে। আমরা ইন্টেরিম সরকারকে দ্রুত এ হত্যার বিচার নিশ্চিতের দাবি জানাই।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসিব বলেন, এটা কোনভাবেই বিশ্বাসযোগ্য নয় যে একটা গনঅভ্যুত্থানের পরে দিনে দুপুরে একজন রাজনৈতিক কর্মীকে গুলি করা সম্ভব। ইন্টেরিম সরকার যে সংস্কারের কথা বলেছিলেন তা বাস্তবায়ন না হওয়ার ফলেই এ ঘটনা ঘটেছে। মানুষের জান মালের নিরাপত্তা আজ হুমকির মুখে।আমরা অবিলম্বে এ সন্ত্রাসী হামলাকারীদের বিচারের দাবি জানাই।
পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী ফাতেমা আক্তার অওরিন বলেন, চব্বিশের জুলাই আন্দোলনের পর আমরা চেয়েছিলাম স্বাধীনভাবে বাচতে। এতো রক্তের বিনিময়ে পাওয়া এ স্বাধীনতা অর্জনের পরে আমরা যখন দিনেদুপুরে একজন মানুষের ওপর এমন নৃশংস হামলা দেখি তখন সত্যিই সেটি উদ্বেগের। আমরা ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা বিচার দাবি করছি।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফেরদৌস শেখ বলেন, আর কতো রক্ত দিলে বাংলাদেশ বাংলার মানুষের হবে। বারবার আমরা রক্ত দিয়েছি বাংলাদেশকে আজাদ করার জন্য। কিন্তু বারবার আমরা দেখছি একদল স্বার্থান্বেষী গোষ্ঠী আমাদের সে আকাঙ্ক্ষাকে বিনষ্ট করছে।
ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থী আব্দুল আলিম আরিফ বলেন, ওসমান হাদির ওপর এ অতর্কিত হামলার তীব নিন্দা ও প্রতিবাদ জানাই। স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত বিচার দাবি করছি।
আইন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, ওসমান হাদির ওপর হামলা অবশ্যই পূর্বপরিকল্পিত হামলা। এ হামলার দায় অবশ্যই ইন্টেরিম সরকারকে নিতে হবে। সরকার এখনও ফ্যাসিবাদীদের কারো বিচারই এখনও কার্যকর করতে পারেনি। ওসমান হাদির ওপর হামলাকারীদের শুধু বিচার করলেই হবেনা ভবিষ্যতে এধরণের সন্ত্রাসী কার্যক্রমকে রুখে দিতে হবে।
উল্লেখ্য, আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
সবার দেশ/কেএম




























