Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৫, ৮ জানুয়ারি ২০২৬

রায়ের বাজারের গণকবর নিয়ে কঠোর মন্তব্য প্রধান উপদেষ্টার

নিজ দেশের নাগরিক হত্যা ও গণকবর সভ্য রাষ্ট্রে অকল্পনীয়

নিজ দেশের নাগরিক হত্যা ও গণকবর সভ্য রাষ্ট্রে অকল্পনীয়
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রায়ের বাজারে বেওয়ারিশ হিসেবে দাফন করা ১১৪ জনের লাশ থেকে সংগৃহীত ডিএনএ নমুনা সংক্রান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) এ প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, নিজ দেশের নাগরিকদের হত্যা করে গণকবর দেয়ার মতো ঘটনা কোনও সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না।

বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ (সিআইডি) জানায়, রায়ের বাজারে দাফন করা লাশগুলো থেকে ডিএনএ নমুনা সংগ্রহের কার্যক্রম গত ৭ ডিসেম্বর শুরু হয়ে ২৭ ডিসেম্বর শেষ হয়। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা প্রদান করে।

সিআইডির তথ্যমতে, নিখোঁজ স্বজনের সন্ধানে ইতোমধ্যে ৯টি পরিবার ডিএনএ নমুনা প্রদান করেছে। পরীক্ষার মাধ্যমে এর মধ্যে আটজন শহীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। শনাক্ত হওয়া প্রত্যেকেই গুলিবিদ্ধ অবস্থায় নিহত হন বলে নিশ্চিত করেছে সিআইডি।

শনাক্ত হওয়া শহীদরা হলেন— সোহেল রানা (৩৮), রফিকুল ইসলাম (৫২), আসাদুল্লাহ (৩২), মাহিন মিয়া (৩২), ফয়সাল সরকার (২৬), পারভেজ বেপারী (২৩), কাবিল হোসেন (৫৮) এবং রফিকুল ইসলাম (২৯)।

কার্যক্রমের স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সিআইডির উদ্যোগে ফরেনসিক বিজ্ঞানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার বিশেষজ্ঞ ড. মরিস টিডবাল বিনজ পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করেন। সিআইডি বলছে, ঘটনাস্থলেই ল্যাব স্থাপন করে নমুনা পরীক্ষা চালানো হয়েছে, যা দেশের ফরেনসিক সক্ষমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, তৎকালীন সরকারের সময়ে সংঘটিত বর্বরতা পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি বলেন, সত্য উদঘাটন এবং শহীদদের পরিচয় ফিরিয়ে দেয়ার এ উদ্যোগ নিখোঁজ পরিবারগুলোর জন্য ন্যায়ের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং রাষ্ট্রের নৈতিক দায়বদ্ধতার প্রতিফলন।

প্রফেসর ইউনূস আরও বলেন, এ ডিএনএ শনাক্তকরণ কার্যক্রম প্রমাণ করে— সত্যকে চিরদিন চাপা দেওয়া যায় না। নিহতদের নাম ও পরিচয় ফিরে আসবে এবং তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরদিন লিপিবদ্ধ থাকবে। এটি কেবল একটি ফরেনসিক কার্যক্রম নয়; এটি নিখোঁজদের পরিবারের চোখের পানি মুছে দেয়ার চেষ্টা, রাষ্ট্রের মানবিক মুখ পুনরুদ্ধার এবং ন্যায়বিচারের পথে এক সাহসী পদক্ষেপ।

তিনি বলেন, যারা এখনও প্রিয়জনের খোঁজে অপেক্ষা করছেন, এ কার্যক্রম তাদের জন্য আশার আলো— একদিন সত্য অবশ্যই সামনে আসবে।

বৈঠকে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ একটি হৃদয়বিদারক ঘটনার কথা তুলে ধরেন। তিনি বলেন, একজন শহীদের মা নিয়মিত সিআইডিতে এসে ছেলের খোঁজ করতেন। তিনি রায়ের বাজারে গিয়ে একটি গাছের নিচে থাকা একটি কবরের পাশে দাঁড়িয়ে থাকতেন। আশ্চর্যজনকভাবে, সে গাছের নিচেই পরে তার সন্তানের লাশ শনাক্ত হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলেই ল্যাব স্থাপন করে যেভাবে নমুনা পরীক্ষা করা হয়েছে, তা পুলিশের সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা উপদেষ্টা ফারুক-ই-আজম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. কাজী গোলাম মোখলেসুর রহমান, সিআইডির ডিআইজি মো. জমশের আলী, ডিআইজি মিয়া মাসুদ করিম, এসএসপি মোহাম্মদ মনিরুল ইসলাম, ডেপুটি চিফ ডিএনএ অ্যানালিস্ট আহমাদ ফেরদৌস এবং জাতিসংঘ মানবাধিকার অফিসের প্রতিনিধি মো. জাহিদ হোসেন।

এদিকে সিআইডি জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের সময় আন্দোলনে অংশ নিয়ে যেসব ব্যক্তি নিখোঁজ হয়েছেন, তাদের পরিবারকে সিআইডির হটলাইন নম্বর ০১৩২০০১৯৯৯৯-এ যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি