Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৩, ৫ জুন ২০২৫

বিতর্কিত বক্তব্যে বিব্রত দলীয় হাইকমান্ড

বুলু ও দুদুকে সতর্ক করলো বিএনপি

বুলু ও দুদুকে সতর্ক করলো বিএনপি
ফাইল ছবি

বিএনপির দুই ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে দলটির কেন্দ্রীয় দফতর। সম্প্রতি বিভিন্ন সভা-সেমিনারে তাদের দেয়া বক্তব্যে সৃষ্টি হওয়া বিতর্ক এবং নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো একটি লিখিত চিঠি ওই দুই নেতার কাছে পৌঁছানো হয়। চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়—দলীয় অবস্থান ও নীতির বাইরে গিয়ে কোনো ধরনের বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে হবে। ভবিষ্যতে এমন কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলার পরিপন্থী হিসেবে গণ্য হবে বলেও সতর্ক করা হয়।

দলের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছেন নেতারা

দলীয় সূত্রগুলো বলছে, বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুর সাম্প্রতিক কিছু বক্তব্য দলীয় ভাবমূর্তি ও রাজনৈতিক কৌশলকে বিপাকে ফেলেছে। দলটির উচ্চপর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, দলের ভিন্নমতের জায়গা থাকতে পারে, কিন্তু সেটা প্রকাশ্যে বিতর্কিত ও অশোভন বক্তব্যের মাধ্যমে তুলে ধরা বিএনপির চলমান আন্দোলনের প্রতি দায়িত্বহীন আচরণ বলেই বিবেচিত হয়েছে।

‘প্রস্রাব’ বিতর্কে তীব্র সমালোচনা

বিশেষ করে গত ২০ মে ঢাকায় এক অনুষ্ঠানে শামসুজ্জামান দুদুর দেয়া বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রবল বিতর্ক শুরু হয়। ওই অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করে দেন, তাহলে এ প্রস্রাবের তোড়ে এনসিপি ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে।

এ বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। নিন্দা ও ট্রলের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক এবং অন্য দলের নেতারাও সমালোচনায় মুখর হন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতা সারজিস আলমও দুদুর বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানান।

তারেক রহমানের নাম নিতে ওজু করা, ড. মুহম্মদ ইউনূস ক্যাথলিক খৃষ্টান

এদিকে এর আগে এক বক্তব্যে বুলু বলেছিলেন, শহিদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে অজু করবেন।

গত ২৫ ফেব্রুয়ারি বিকালে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এমন মন্তব্য করেছিলেন।

অতি সম্প্রতি তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসকে ক্যাথলিক খৃষ্টান বলেও উল্লেখ করেন।

অপ্রত্যাশিত ভাষার দায় এড়াতে চায় বিএনপি

দলের একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যে এমন 'অপ্রাপ্তবয়স্ক ও রগচটা' বক্তব্য আন্দোলনের পক্ষে বিপরীত প্রতিক্রিয়া তৈরি করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার শৃঙ্খলার ওপর জোর দিলেও, কিছু নেতা ব্যক্তিগত ‘স্টাইল’ বজায় রেখে জনসমক্ষে বিব্রতকর পরিস্থিতি তৈরি করছেন।

সতর্কতার অর্থ 'সুযোগের শেষ ঘণ্টা'?

দলের অভ্যন্তরীণ বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের চিঠি আদতে একটি ‘ফাইনাল ওয়ার্নিং’। ভবিষ্যতে বুলু ও দুদু এ ধরনের বক্তব্য পুনরায় দিলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হতে পারে।

দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিএনপি এখন জনসম্পৃক্ততা বাড়াতে চায়—তর্কসৃষ্টিকারী বা ব্যঙ্গ-বিদ্রুপমূলক বক্তব্যের মাধ্যমে নয়, বরং কার্যকর ও যৌক্তিক রাজনৈতিক ভাষ্য দিয়ে। এ প্রেক্ষাপটে, দুদু ও বুলুর মতো প্রবীণ নেতাদেরও এখন দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন