Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২০, ৫ আগস্ট ২০২৫

৭৮ শহীদ পরিবারকে যুবদলের সম্মাননা

জনগণ এখন প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়: তারেক রহমান

জনগণ এখন প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়: তারেক রহমান
ছবি: সংগৃহীত

দেশের জনগণ আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি শুনতে চায় না, তারা প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী যুবদলের আয়োজিত ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক আলোচনা সভায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে শহীদ পরিবার ও শিল্পী শিশুদের সম্মাননা

বেলা ৩টা ২০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় সংগীত, দলীয় সংগীত এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে কর্মসূচি এগিয়ে চলে। সভায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত ঢাকার পাঁচটি স্থানে আঁকা গ্রাফিতির ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়, যেখানে দেড় হাজার শিশু-কিশোর অংশ নেয়।

অনুষ্ঠানে ৭৮ শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সম্মাননা স্মারকটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে হস্তান্তর করা হয়। একইভাবে তারেক রহমানের জন্য সম্মাননাও মহাসচিবের মাধ্যমে গ্রহণ করা হয়।

তারেক রহমানের অঙ্গীকার: উন্নয়ন ও অধিকার হবে রাজনীতির মূল লক্ষ্য

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, 

বাংলাদেশের জনগণ এখন পরিবর্তন চায়। বিএনপি জনগণের সে আকাঙ্ক্ষা ধারণ করে আগামীদিনের রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করছে।

তিনি জানান, আগামী রাজনীতির মূল ভিত্তি হবে—

  • জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতার নিশ্চয়তা
  • দেশে ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টি
  • নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা
  • প্রত্যেক নাগরিককে মেধার ভিত্তিতে অর্থনৈতিক স্বাবলম্বী করে গড়ে তোলা

তারেক রহমান আরও বলেন, দেশের প্রতিটি সেক্টরকে নিয়ে বিএনপির একাধিক টিম গভীরভাবে কাজ করছে। জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি বাস্তবায়নে ধাপে ধাপে কর্মসূচি ঘোষণা করা হবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

নির্বাচন ও গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ালে লাভ নেই: রিজওয়ানা হাসান
ট্রাম্পকে প্রকাশ্য হত্যার হুমকি, তেহরানের বার্তা ঘিরে উত্তেজনা
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল
বাজার স্থিতিশীল করতে এলপি গ্যাস আমদানির পথে সরকার
ঢাকার তিন পয়েন্টে ফের অবরোধে সাত কলেজের শিক্ষার্থীরা
সিলেট সীমান্তে বিস্ফোরকের রহস্যজনক প্রবেশ: নাশকতার আশঙ্কা
পাঁচ ঘণ্টার স্থগিতাদেশ শেষে ইরানের আকাশসীমা পুনরায় উন্মুক্ত
জামায়াত নেতৃত্বাধীন ইসলামি জোট থেকে সরে দাঁড়াচ্ছে ইসলামী আন্দোলন
শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে স্ত্রীর ফেসবুক পোস্ট
নাজমুলের পদত্যাগে অচলাবস্থা: না খেলার সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা
এনআইডির গোপন তথ্য পাচারে কোটি টাকার কারবার: দুইজন গ্রেপ্তার
বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক