Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২১, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০১:২২, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জাকসু নির্বাচনে অব্যবস্থাপনা ও বিলম্বের প্রতিবাদ শিবিরের বিক্ষোভ

জাকসু নির্বাচনে অব্যবস্থাপনা ও বিলম্বের প্রতিবাদ শিবিরের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অব্যবস্থাপনা ও ফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ। তিনি অভিযোগ করে বলেন, ডাকসুর পর জাকসুতেও শিক্ষার্থীরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেছিল। কিন্তু প্রশাসন টালবাহানা শুরু করেছে। এমনকি ছাত্রদল বহিরাগতদের নিয়ে মিছিল করেছে এবং একজন বহিরাগত নেতা গ্রেফতারও হয়েছে।

সিবগাতুল্লাহ আরও বলেন, জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা শিক্ষক সমাজের কিছু অংশ এবার লন্ডনের প্রেসক্রিপশনে প্রভাবিত হয়ে নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন। আমরা তাদের প্রতি ধিক্কার জানাই। শিক্ষকদের উচিত জুলাইয়ের স্পিরিট ধরে রাখা।

তিনি অভিযোগ করেন, ৮ হাজার শিক্ষার্থীর ভোটকে ঘিরে বাংলাদেশ থেকে লন্ডন পর্যন্ত ষড়যন্ত্র চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব সময় গণতান্ত্রিক চেতনার পক্ষে ছিলো। তাই প্রশাসন যদি শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে তবে তা মেনে নেয়া হবে না।

পার্শ্ববর্তী রাষ্ট্রকে হুঁশিয়ার করে তিনি বলেন, বাংলাদেশ আর বাইরের প্রেসক্রিপশনে চলবে না। ডাকসুতে শিবিরের বিজয় শিক্ষার্থীদের বিজয়, আর বাংলাদেশ নিয়ে অন্যদের নাক গলানো বন্ধ করতে হবে।

অনতিবিলম্বে জাকসু নির্বাচনের ফল প্রকাশ করে শিক্ষার্থীদের অনিশ্চয়তা দূর করার দাবি জানান তিনি। অন্যথায় শিক্ষার্থীরা নিজেদের অধিকার আদায়ে মাঠে নামবে বলেও সতর্ক করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী ও ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি রিয়াজুল ইসলাম, মহানগর পূর্ব শাখার সেক্রেটারি মুহিব্বুল্লাহ হুসাইনীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সবার দেশে/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন