Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২২, ২৭ অক্টোবর ২০২৫

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো হবে: জামায়াত আমির

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো হবে: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, জামায়াত সম্পর্কে অপপ্রচার চালিয়ে বলা হয়—দলটি ক্ষমতায় গেলে নারীদের ঘরে তালা দিয়ে রাখবে। বিষয়টি হাস্যকর মন্তব্য করে তিনি বলেন, এত তালা কেনার টাকাই বা কোথায়?

রোববার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানস’ আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ডের রায় দেখতে চায়। তিনি আরও বলেন, পরবর্তীতে যে সরকারই ক্ষমতায় আসুক, সে রায়গুলোর ন্যায়ভিত্তিক সমাপ্তি ঘটাতে হবে।

নারী কর্মসংস্থান ও সামাজিক বাস্তবতা প্রসঙ্গে জামায়াতের শীর্ষ এই নেতা বলেন, আমাদের মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন, দুধ পান করিয়ে লালন করছেন, আবার অফিসে গিয়ে পেশাদার দায়িত্বও পালন করছেন। নারী ও পুরুষ উভয়ের জন্য সমান ৮ ঘণ্টা কর্মঘণ্টা তাদের প্রতি অবিচার।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ক্ষমতায় গেলে কর্মজীবী মায়েদের কর্মঘণ্টা কমিয়ে দেয়া হবে। ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৫ ঘণ্টা করার সম্ভাবনা বিবেচনা করা যেতে পারে।

এ সময় তিনি দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতিও দেন, যাতে নতুন সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারে।

সবার দেশ/কেএম

সর্বশেষ