সরাসরি এভারকেয়ারে যাওয়ার প্রস্তুতি
ঢাকায় পৌঁছালেন জুবাইদা রহমান
লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
বিমানবন্দর থেকে নেমেই তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে, যেখানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার এ আগমন খালেদা জিয়ার সম্ভাব্য লন্ডন যাত্রা–সংক্রান্ত প্রস্তুতির অংশ বলেই জানা গেছে।
জুবাইদা রহমানের আগমনে হাসপাতাল ও বিমানবন্দর এলাকায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। দলের দায়িত্বশীল নেতারা বলেছেন, এয়ার অ্যাম্বুলেন্স বিলম্বে পৌঁছানোর কারণে এখন সব প্রস্তুতি নতুন করে সমন্বয় করা হচ্ছে।
সবার দেশ/কেএম




























