Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০২, ৪ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়াকে লন্ডন নেয়া হচ্ছে শুক্রবার, ঢাকা আসছেন জুবাইদা রহমান

খালেদা জিয়াকে লন্ডন নেয়া হচ্ছে শুক্রবার, ঢাকা আসছেন জুবাইদা রহমান
ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার প্রস্তুতি চলছে। দলের একাধিক উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় চিকিৎসক পরামর্শ ও লজিস্টিক ব্যবস্থা সম্পন্ন হলে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেয়া হবে। সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, খালেদা জিয়াকে মধ্যরাতের পর বা শুক্রবার ভোরে বিমানযোগে পাঠানো হতে পারে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং চিকিৎসক জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় রওনা দিচ্ছেন। তিনি ঢাকায় পৌঁছে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং অবস্থা অনুকূল থাকলে তার সঙ্গে লন্ডন যাত্রা করবেন। কাতারও এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহে প্রস্তুত রয়েছে। খালেদা জিয়ার সঙ্গে মোট ১৪ জন—ব্যক্তিগত চিকিৎসক ও সহযোগী—যাত্রা করবেন।

গত ২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণের কারণে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কিডনি জটিলতা, নিউমোনিয়া ও হৃদরোগের কারণে তার অবস্থার অবনতি হয়। ১ ডিসেম্বর তাকে ভেন্টিলেশনে নেয়া হয়। চিকিৎসকেরা জানান, গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থায় বড় ধরনের পরিবর্তন হয়নি, তবে হৃদযন্ত্রের সমস্যা এখনও রয়েছে।

দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নেতৃত্বে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার কাজ করছেন। যুক্তরাজ্য ও চীন থেকে নতুন দুই দল বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডে যুক্ত হয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় পৌঁছে সরাসরি খালেদা জিয়ার অবস্থা পর্যবেক্ষণ করেছেন।

এদিকে, খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে। এ কারণে হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন সম্পন্ন করা হয়েছে।

বিগত বছরগুলোতে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসজনিত সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা করেছিলেন এবং ১১৭ দিন পর দেশে ফিরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হবে তার উন্নত চিকিৎসার জন্য। বিএনপি ও চিকিৎসক বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, এটি সম্পূর্ণ চিকিৎসার প্রয়োজনে নেয়া সিদ্ধান্ত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজ মহান বিজয় দিবস
হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে আগুন
নির্বাচন না হলে যাদের লাভ, হাদির ঘাতক সেখানেই: তারেক রহমান
নতুন গ্যাস কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট
সিইসির বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
ইতিহাসের নতুন উচ্চতায় স্বর্ণ, ভরিতে দাম ছাড়াল ২ লাখ ১৭ হাজার টাকা
বেনাপোলে ১৭ লক্ষ টাকাসহ দুই ভারতীয় নারী আটক
গরুর সঙ্গে শত্রুতা, গোয়ালঘরে দুটি জবাই
চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ ও বেদনার মহাকাব্যিক দিন: তারেক রহমান
বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে ‘সেভেন সিস্টার্স’ আলাদা করে দেবো: হাসনাত আবদুল্লাহ
সিঙ্গাপুরে পৌঁছাল হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু
কমছে মোবাইল ফোনের দাম
আনিস আলমগীর গ্রেফতার, তোলা হবে আদালতে