Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৭, ১০ ডিসেম্বর ২০২৫

নির্বাচন ঘিরে নেতাকর্মীদের প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আহ্বান

সময় নেই, এখনই মাঠে নামুন: তারেক রহমান

সময় নেই, এখনই মাঠে নামুন: তারেক রহমান
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের আর এক মুহূর্তও দেরি না করে ‘মাঠে নেমে পড়ার’ আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্পষ্ট ভাষায় বলেন—আমাদের আর ঘরে বসে থাকার বিন্দুমাত্র সময় নেই। এখনই পথে-প্রান্তরে ঝাঁপিয়ে পড়তে হবে। পারবেন কি? পারতেই হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজন ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচিতে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ বক্তব্য দেন তিনি।

‘কথার ফুলঝুরিতে দেশের পেট ভরে না’

বিএনপি সরকারের অতীত ‘ট্র্যাক রেকর্ড’ তুলে ধরে তারেক রহমান বলেন, শুধুই বাগাড়ম্বর বা প্রতিশ্রুতি নয়—বাস্তব পরিকল্পনাই দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও জনজীবনে পরিবর্তন এনে দিতে পারে। তার ভাষায়—

কথার ফুলঝুরি দিয়ে পেটে খাবার আসে না, কর্মসংস্থান হয় না। জনগণের ভাত দিতে হলে পরিকল্পনা লাগে—যা বিএনপির আছে, অন্য কারও নেই।

তার দাবি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র আজ পুরোপুরি নির্ভর করছে জাতীয়তাবাদী শক্তির ওপর। আমরা জনগণকে ঐক্যবদ্ধ করতে পারলে দেশ বাঁচবে, গণতন্ত্র ফিরে আসবে।

ঘরে ঘরে পৌঁছাতে হবে ‘দেশ গড়ার পরিকল্পনা’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি নির্দেশনা দেন—বিএনপির প্রণীত ‘দেশ গড়ার পরিকল্পনা’ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মা-বোনদের কাছে, তরুণদের কাছে, মুরব্বিদের কাছে, মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের কাছেও তা তুলে ধরতে হবে।

তারেক রহমান বলেন, আমাদের কাছে কোনও জাদু নেই। মানুষ দেখতে চায়—বিএনপি কি করছে, কি করতে পারে। আমরা যদি মাত্র ৪০ শতাংশ পরিকল্পনা বাস্তবায়ন দেখাতে পারি, জনগণ আমাদের পাশে দাঁড়াবে।

আবারও ‘স্বাধীন’ দুর্নীতি দমন কমিশনের প্রতিশ্রুতি

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে তারেক রহমান মনে করিয়ে দেন—বেগম খালেদা জিয়ার আমলে দুর্নীতি দমন কমিশন (দুদক) ছিলো সম্পূর্ণ স্বাধীন। সে সময় সরকারকে তদন্ত করতে দুদকের কোনও অনুমতির প্রয়োজন ছিলো না। আমরা আবার সে স্বাধীনতা ফিরিয়ে দেবো। দেশের স্বার্থে প্রয়োজন হলে বিদ্যমান নিয়ম বদলে দেয়া হবে।

আগামী নির্বাচন ও সরকারের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাস

তারেক রহমান বলেন—জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হবে—এটা আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি। তিনি সতর্ক করে দেন—ক্ষমতায় এলে কঠোর হাতে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে, অন্যায়কারীর কোনও দল নেই, সে শুধু অন্যায়কারী।

তালপট্টি থেকে পানির অধিকার—অতীত সাফল্যের উদাহরণ

তারেক রহমান জিয়াউর রহমানের আমলের তালপট্টি দ্বীপ নিয়ে কঠোর অবস্থান ও আন্তর্জাতিক আদালতে পানি বণ্টনে বাংলাদেশের সাফল্যের কথা স্মরণ করিয়ে বলেন—

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিএনপির কাছে নিরাপদ। আইনশৃঙ্খলা থেকে শুরু করে দুর্নীতি দমন—সব ক্ষেত্রেই বিএনপির প্রমাণিত দক্ষতা আছে।

ক্ষমতায় এলে বিএনপির পরিকল্পনা যা থাকছে

তিনি বিভিন্ন নীতি-ঘোষণার কথাও তুলে ধরেন—

  • আইন-শৃঙ্খলার দৃঢ় নিয়ন্ত্রণ
  • সবার জন্য ফ্রি ইন্টারনেট ব্যবস্থা
  • প্রান্তিক জনগোষ্ঠী ও সরকারি চাকরিজীবীদের জন্য ফ্যামিলি কার্ড
  • কৃষকদের জন্য কৃষি কার্ড
  • সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য কার্ড
  • তরুণদের ভোকেশনাল প্রশিক্ষণ
  • দক্ষ জনশক্তি গড়ে তোলা

অনুষ্ঠানে যারা ছিলেন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরাও এতে অংশ নেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজ মহান বিজয় দিবস
হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে আগুন
নির্বাচন না হলে যাদের লাভ, হাদির ঘাতক সেখানেই: তারেক রহমান
নতুন গ্যাস কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট
সিইসির বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
ইতিহাসের নতুন উচ্চতায় স্বর্ণ, ভরিতে দাম ছাড়াল ২ লাখ ১৭ হাজার টাকা
বেনাপোলে ১৭ লক্ষ টাকাসহ দুই ভারতীয় নারী আটক
গরুর সঙ্গে শত্রুতা, গোয়ালঘরে দুটি জবাই
চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ ও বেদনার মহাকাব্যিক দিন: তারেক রহমান
বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে ‘সেভেন সিস্টার্স’ আলাদা করে দেবো: হাসনাত আবদুল্লাহ
সিঙ্গাপুরে পৌঁছাল হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু
কমছে মোবাইল ফোনের দাম
আনিস আলমগীর গ্রেফতার, তোলা হবে আদালতে