Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৬, ২৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:১৮, ২৪ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদি ‘গিনিপিগ’ ছাড়া কিছুই না: নিলুফার মনি

ওসমান হাদি ‘গিনিপিগ’ ছাড়া কিছুই না: নিলুফার মনি
ছবি: সংগৃহীত

আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গিনিপিগ বলে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। 

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে দেয়া তার এ বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে। অনেকেই তার এ মন্তব্যকে একজন শহীদের প্রতি চরম অবমাননা হিসেবে দেখছেন এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে চ্যানেল নাইনে আব্দুন নূর তুষারের সঞ্চালনায় আয়োজিত বিশেষ অনুষ্ঠান নাইন সংলাপে অংশ নিয়ে বিতর্কিত এ মন্তব্য করেন মনি। আলোচনার এক পর্যায়ে তিনি বলেন, হাদিকে তার কাছে এ মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয়নি। তিনি আরও যোগ করেন, চিকিৎসা বিজ্ঞানের ছাত্ররা যেমন তেলাপোকা কেটে সেলাই করে ছেড়ে দেয়, হাদি হয়তো সেভাবে চলতে পারেননি।

তার এ মন্তব্যের পরপরই সঞ্চালক আব্দুন নূর তুষার তাকে সতর্ক করেন এবং নিহতের প্রতি সম্মান প্রদর্শন করে কথা বলার অনুরোধ জানান। মনি কি মনে করেন কেউ হাদিকে ব্যবহার করেছে—সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই। হাদির ছোট দলের জন্য সারাদেশে এত মানুষ যেভাবে এলো, তার পেছনে বড় একটি প্রশ্নবোধক চিহ্ন আছে। এ শক্তিটি আসলে আসন্ন নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে বলে তিনি দাবি করেন।

একই অনুষ্ঠানে উপস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট হুমায়রা নূর এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, হাদি কোনও নিবন্ধিত রাজনৈতিক দলের নেতা ছিলেন না বরং তিনি সমাজের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা একজন সাহসী কণ্ঠস্বর ছিলেন। জানাজায় উপস্থিত লাখো মানুষ কোনও দলের নির্দেশে নয়, বরং একজন দেশপ্রেমিকের প্রতি শ্রদ্ধা জানাতে স্বতঃস্ফূর্তভাবে এসেছিলেন।

এদিকে এ বক্তব্য ছড়িয়ে পড়ার পর থেকেই ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠেছে। এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদিন শিশির এ মন্তব্যকে অমর্যাদাকর আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদও একজন দায়িত্বশীল নেত্রীর কাছ থেকে এমন অনভিপ্রেত মন্তব্যের নিন্দা জানিয়েছেন এবং এ বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক অবস্থান জানতে চেয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় সাধারণ নাগরিক ও রাজনৈতিক কর্মীদের ক্ষোভের মুখে নিলুফার চৌধুরী মনি বা বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত নতুন কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে শোকাতুর এ সময়ে একজন নিহত তরুণ নেতাকে নিয়ে এমন তুলনা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি