Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৩, ২৫ ডিসেম্বর ২০২৫

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান
ছবি: সংগৃহীত

মার্টিন লুথার কিং-এর সে ঐতিহাসিক ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ উক্তির আদলে দেশবাসীকে নতুন এক স্বপ্ন দেখালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে স্বদেশে ফিরে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা সমাবেশে তিনি বলেন, ‘আমার একটি পরিকল্পনা আছে (আই হ্যাভ অ্যা প্ল্যান)। এ পরিকল্পনা বাস্তবায়নে দেশের প্রতিটি মানুষের সহযোগিতা প্রয়োজন। সবার হাত এক হলেই কেবল একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে।

বেলা ৩টা ৫০ মিনিটে প্রিয় নেতা যখন মঞ্চে উঠলেন, তখন পুরো ৩০০ ফিট এলাকা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। এর আগে বিমানবন্দর থেকে লাল-সবুজ বাসে চড়ে আসার পথে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। বিকেল ৩টা ৫৭ মিনিটে ‘প্রিয় বাংলাদেশ’ সম্বোধন করে তিনি তার বহুল প্রতিক্ষিত বক্তব্য শুরু করেন।

বক্তব্যে উঠে আসা প্রধান বিষয়গুলো

  • স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা: তারেক রহমান বলেন, ১৯৭১ সালে এ দেশের মানুষ যেভাবে স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালেও ছাত্র-জনতা ও সর্বস্তরের মানুষ মিলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছে। মানুষ এখন তাদের কথা বলার অধিকার এবং গণতন্ত্র ফিরে পেতে চায়।
  • নিরাপদ বাংলাদেশের অঙ্গীকার: একটি নিরাপদ রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে নারী, পুরুষ বা শিশু—যেই হোক না কেন, ঘর থেকে বের হলে যেন নিরাপদে ফিরতে পারে। পাহাড় কিংবা সমতল, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই এই দেশে সমান অধিকারে শান্তিতে বসবাস করবে।
  • শহীদদের রক্তের ঋণ: সম্প্রতি নিহত ওসমান হাদিকে স্মরণ করে তিনি বলেন, হাদি চেয়েছিলেন এ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। ৭১ ও ২৪-এর শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে।
  • তরুণ প্রজন্মের ওপর আস্থা: তারেক রহমান তার বক্তব্যে বারবার তরুণ প্রজন্মের গুরুত্ব তুলে ধরেন। তিনি বিশ্বাস করেন, আগামীর শক্তিশালী অর্থনৈতিক ও গণতান্ত্রিক ভিত্তি গড়ে তুলবে এ তরুণেরাই। তিনি তিনবার উচ্চকণ্ঠে বলেন, 

আমরা দেশের শান্তি চাই।

মঞ্চে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঞ্চে ওঠার পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির এ শীর্ষ নেতা। পুরো এলাকা ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকায় ছেয়ে গিয়েছিল। তীব্র শীত উপেক্ষা করে আসা জনস্রোত প্রমাণ করেছে তারেক রহমানের ফিরে আসাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে কতটা উচ্ছ্বাস কাজ করছিলো।

সংক্ষিপ্ত এ ভাষণ শেষে তারেক রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি