জনসমুদ্রে তারেক রহমান: ৩০০ ফিটে প্রিয় নেতার ঐতিহাসিক বরণ
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রিয় জন্মভূমি বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি সরাসরি গণসংবর্ধনা সমাবেশে যোগ দিতে ৩০০ ফিট (জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে) এলাকায় পৌঁছান।
বিমানবন্দর থেকে বের হয়ে একটি বিশেষ লাল-সবুজ বাসে করে সংবর্ধনাস্থলে যাওয়ার পথে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা লক্ষ লক্ষ মানুষ প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে বরণ করে নেন। তারেক রহমানও বাসের সামনের অংশ থেকে হাত নেড়ে জনতার অভিবাদনের জবাব দেন।
সংবর্ধনাস্থলের পরিবেশ ও প্রস্তুতি
রাজধানীর ৩০০ ফিট এলাকা এখন এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। ‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’ স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো এলাকা।
- মঞ্চ: কুড়িল মোড়ের উত্তর পাশে নির্মিত ৪৮ ফুট বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চে বড় এলইডি স্ক্রিনে তার আগমনী বার্তা শোভা পাচ্ছে।
- মাইক ও প্রচার: বিমানবন্দর থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত পুরো পথে প্রায় ৯০০টি মাইক লাগানো হয়েছে, যাতে তার বক্তব্য সবাই শুনতে পারেন।
- সংক্ষিপ্ত ভাষণ: মঞ্চে অন্য কোনx নেতার বক্তব্যের সুযোগ রাখা হয়নি। সেখানে শুধুমাত্র তারেক রহমান দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংক্ষিপ্ত ভাষণ দেবেন।
বিমানবন্দরে আবেগঘন মুহূর্ত
বিমানবন্দরে অবতরণের পর তারেক রহমান আবেগাপ্লুত হয়ে দেশের মাটি স্পর্শ করেন। সেখানে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। জানা গেছে, দেশে নেমেই তিনি টেলিফোনে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেন এবং তাকে ধন্যবাদ জানান। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং তাদের প্রিয় পোষা বিড়াল ‘জেবু’ও দেশে ফিরেছে।
পরবর্তী গন্তব্য: মায়ের কাছে ফেরা
সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে গত ২৩ নভেম্বর থেকে চিকিৎসাধীন রয়েছেন তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ প্রায় দুই দশক পর মা ও ছেলের এ পুনর্মিলনী দেখার জন্য দেশবাসী এবং নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। হাসপাতালের নিরাপত্তায় ইতিমধ্যে বিজিবি ও বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
বিকেলে হাসপাতাল থেকে তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় যাবেন এবং আপাতত সেখানেই অবস্থান করবেন।
সবার দেশ/কেএম




























