Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৯, ২৪ ডিসেম্বর ২০২৫

আজ মধ্যরাতে লন্ডন ছাড়ছেন

জন্মভূমির উদ্দেশে হিথরো বিমানবন্দরের পথে তারেক রহমান

জন্মভূমির উদ্দেশে হিথরো বিমানবন্দরের পথে তারেক রহমান
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৫ মিনিটে তিনি লন্ডনের কিংসটনস্থ বাসভবন থেকে হিথরো বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন। আজ দিবাগত রাত সোয়া ১২টায় (লন্ডন সময় সন্ধ্যা সোয়া ৬টা) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটে তিনি সপরিবারে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

সফরসঙ্গী হিসেবে থাকছেন যারা

তারেক রহমানের এ ঐতিহাসিক প্রত্যাবর্তনে তার সঙ্গে একই বিমানে ফিরছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া তার ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, বিএনপির প্রেস উইংয়ের সালেহ শিবলী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীন তার সফরসঙ্গী হিসেবে থাকছেন। এমনকি তার পোষা বিড়াল ‘জেবু’কেও তিনি সঙ্গে নিয়ে আসছেন। একই ফ্লাইটে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিএনপির প্রায় ৫০ জন নেতাকর্মীও দেশে ফিরছেন বলে জানা গেছে।

কালকের সূচি ও সংবর্ধনা পরিকল্পনা

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে প্রথমে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করবে। এরপর সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

  • বিমানবন্দরে অভ্যর্থনা: বিমানবন্দরে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন।
  • ৩০০ ফিটে গণঅভ্যর্থনা: বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পথে ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে তিনি দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেবেন। জনদুর্ভোগ এড়াতে এ সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না।
  • মায়ের কাছে ফেরা: সংবর্ধনা শেষে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।
  • বাসভবন: সেখান থেকে তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় উঠবেন এবং আপাতত সেখানেই অবস্থান করবেন।

আগামী তিন দিনের কর্মসূচি

স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ আজ এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের আগামী কয়েক দিনের কর্মসূচি জানিয়েছেন:

  • ২৬ ডিসেম্বর (শুক্রবার): বাদ জুমা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত এবং সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন।
  • ২৭ ডিসেম্বর (শনিবার): সকালে এনআইডি বা ভোটার হওয়ার কার্যক্রম সম্পন্ন করবেন। এরপর শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত এবং পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে যাবেন।

তারেক রহমানের ফেরা উপলক্ষে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিমানবন্দরের ভেতরে যাত্রী ব্যতীত অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সংবর্ধনাস্থলে মোতায়েন থাকছে কয়েক হাজার পুলিশ ও স্বেচ্ছাসেবক বাহিনী।

সবার দেশ/কেএম

সর্বশেষ