Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২০, ২৯ ডিসেম্বর ২০২৫

এনসিপি’র সব কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন তাবাসসুম

এনসিপি’র সব কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন তাবাসসুম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল ও ভাঙন এবার আরও ঘনীভূত হলো। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে এনসিপি-র যোগদানের সিদ্ধান্তের প্রতিবাদে এবার দলটির সব কার্যক্রম থেকে সাময়িকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অন্যতম যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। 

রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেয়া এক আবেগঘন পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

নুসরাত তাবাসসুমের এ পদক্ষেপকে কেন্দ্র করে এনসিপি-র ভেতরে জুলাই বিপ্লবের স্পিরিট ও আদর্শিক অবস্থান নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

‘আমি খুব সংক্ষেপে কিছু বিষয় জানাতে চাই’

নুসরাত তাবাসসুম তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন,

এনসিপি-র জন্ম হয়েছিল সুষম গণতন্ত্র, অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা এবং ‘বাংলাদেশপন্থা’র স্বপ্ন নিয়ে। তিনি মনে করেন, জামায়াতসহ ১০ দলীয় জোটে অংশগ্রহণের মাধ্যমে দলের শীর্ষ নেতৃত্ব সে মূল আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন।

পোস্টে তিনি লেখেন:

আজ ২৮/১২/২০২৫, ঠিক ১০ মাস পর জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটে বিভিন্ন শর্তসাপেক্ষে অংশগ্রহণের মাধ্যমে, আমি মনে করি এনসিপির সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং নীতিনির্ধারকেরা নিজেরাই এনসিপির মূল বক্তব্য থেকে চ্যূত হয়েছেন।

৩০০ আসনের ঘোষণা ও ‘প্রবঞ্চনা’র অভিযোগ

নুসরাত তার পোস্টে দলের আহ্বায়কসহ নীতিনির্ধারকদের পূর্ববর্তী প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে বলেন, বারবার ৩০০ আসনে একক প্রার্থী দেয়ার ঘোষণা দিয়ে এখন জোট গঠন করা তৃণমূলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এক ধরনের ‘প্রবঞ্চনা’। এ বিশ্বাসভঙ্গের কারণেই তিনি নির্বাচনকালীন সময়ে নিজেকে দলের সব কার্যক্রম থেকে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছেন।

এনসিপি-তে ভাঙনের মিছিল

উল্লেখ্য যে, জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করে গত কয়েক দিনে এনসিপি-র বেশ কয়েকজন শীর্ষ নেতা পদত্যাগ করেছেন:

  • মীর আরশাদুল হক: ২৫ ডিসেম্বর কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব পদ থেকে পদত্যাগ করেন।
  • ডা. তাসনিম জারা: ২৭ ডিসেম্বর পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দেন।
  • তাজনূভা জাবীন: রোববার দুপুরে যুগ্ম আহ্বায়ক পদ থেকে ইস্তফা দেন।
  • আবুল কাশেম: ফেনী-৩ আসনের প্রার্থী ও স্থানীয় নেতাও আজ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন।

এমন পরিস্থিতিতে নুসরাত তাবাসসুমের ‘নিষ্ক্রিয়তা’র ঘোষণা দলটির নির্বাচনি বৈতরণী পার হওয়ার পথে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। তিনি জানিয়েছেন, বর্তমান অবস্থা পুনর্বিবেচনা করে ভবিষ্যতে তিনি যেকোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

বিপ্লবোত্তর বাংলাদেশে নতুন ধারার রাজনীতির প্রতিশ্রুতি নিয়ে আসা জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের ঠিক আগমুহূর্তে এ অভ্যন্তরীণ সংকট কীভাবে কাটিয়ে ওঠে, এখন সেটাই দেখার বিষয়।

সবার দেশ/কেএম

সর্বশেষ