দেবীদ্বারে মনোনয়ন জমা দিয়ে হাসনাত আব্দুল্লাহ
শহীদ হাদির রক্তের দায় থেকে ইনসাফ প্রতিষ্ঠার প্রতিজ্ঞা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদির আত্মত্যাগের পথ ধরেই স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। দুর্নীতির প্রশ্নে কোনও ধরনের আপস করা হবে না বলেও তিনি দৃঢ় অবস্থান তুলে ধরেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে শরিফ ওসমান হাদি শহীদ হয়েছেন। তার এ আত্মত্যাগ রাষ্ট্রের প্রতিটি স্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠার দায় আমাদের ওপর চাপিয়ে দিয়েছে। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য বলে জানান তিনি। দুর্নীতির বিরুদ্ধে জোটের যে আদর্শিক অবস্থান রয়েছে, সেটি অটুট রাখা হবে এবং ইনসাফের প্রশ্নে এনসিপির অবস্থান থাকবে সম্পূর্ণ আপসহীন।
তিনি বলেন, গত ১৭ বছর ধরে দেশে একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চলেছে, যার ফলে সাধারণ মানুষ মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত হয়েছে। ভোটাধিকার হরণ হয়েছে, গণতন্ত্র ধ্বংস হয়েছে এবং মানুষকে ভয়াবহ অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে হয়েছে। এ বাস্তবতা থেকে মুক্তি পাওয়ার জন্যই ইনসাফ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সর্বজনীন লড়াই চলবে বলে তিনি উল্লেখ করেন।
এনসিপির ভেতরে সাম্প্রতিক পদত্যাগ প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, অনেকেই ব্যক্তিগত সিদ্ধান্তে পদত্যাগ করেছেন, যা দল সম্মানের সঙ্গে গ্রহণ করে। রাজনৈতিক দলগুলোতে মতপার্থক্য থাকতেই পারে, কখনও ভাঙন, কখনও পুনর্গঠন হয়। তবে জুলাই-পরবর্তী সময়ে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে—ইনসাফ প্রতিষ্ঠার সে লক্ষ্য থেকেই এনসিপি এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, যারা সরে গেছেন, ভবিষ্যতে তাদের মনে হলে আবার যুক্ত হতে পারবেন। ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানোই এনসিপির রাজনৈতিক সংস্কৃতি। কোনও নেতিবাচক প্রভাব পড়লেও তা ইতিবাচক ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডের মধ্য দিয়েই মোকাবিলা করা সম্ভব বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম, দেবীদ্বার পৌর জামায়াতের আমির ফেরদৌস আহমেদ, জাতীয় নাগরিক পার্টি দেবীদ্বার উপজেলা প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম সরকারসহ জোটের নেতৃবৃন্দ। এ ছাড়া শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।
সবার দেশ/কেএম




























