দেবিদ্বারে আবেগঘন পরিবেশ
শহীদ পরিবারের হাত ধরে হাসনাতের মনোনয়নপত্র সংগ্রহ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে দেবিদ্বার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
হাসনাত আবদুল্লাহ বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এ মনোনয়নপত্র সংগ্রহের সময়টি ছিলো গত কয়েক মাসের ছাত্র-জনতার আন্দোলনের স্মারকবাহী এক আবেগঘন মুহূর্ত।
শহীদ পরিবারের অংশগ্রহণ ও সংহতি
মনোনয়নপত্র সংগ্রহের এ আয়োজনে সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিলো জুলাই-আগস্ট বিপ্লবে আত্মদানকারী শহীদদের পরিবারের উপস্থিতি। এ সময় উপস্থিত ছিলেন:
- শহীদ তন্ময়ের বাবা শফিকুল ইসলাম
- শহীদ ছাব্বিরের মা রীনা আক্তার
তারা হাসনাত আবদুল্লাহর পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করে এই লড়াইকে ‘শহীদের স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াই’ হিসেবে অভিহিত করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের চোখেমুখে আবেগ ও সংহতির প্রতিফলন দেখা যায়।
এনসিপির উৎসবমুখর অংশগ্রহণ
মনোনয়নপত্র সংগ্রহের সময় হাসনাত আবদুল্লাহর দলের স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন এনসিপি উপজেলা ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম সমন্বয়কারী শামিম কাউছার ও সাইফুল ইসলাম শামিম, সদস্য কাজী নাসির মিয়া, রাফসান সিদ্দিকী, হৃদয় ইসলাম এবং তুষার মোল্লা। তারা জানান, হাসনাত আবদুল্লাহর এ নির্বাচন শুধু একটি দলীয় প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং জুলাই বিপ্লবের আদর্শকে জয়ী করার সংগ্রাম।
দেবিদ্বারের বর্তমান নির্বাচনি চিত্র
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্রসহ মোট চারটি ফরম বিতরণ করা হয়েছে। এ নিয়ে কুমিল্লা-৪ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এ পর্যন্ত মোট ১২টি মনোনয়নপত্র সংগৃহীত হলো।
হাসনাত আবদুল্লাহ আগে থেকেই ঘোষণা দিয়েছিলেন যে, দেবিদ্বারের সাধারণ মানুষই তার পাশে থাকবে। গত ১৩ নভেম্বর এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রাথমিক ফরম সংগ্রহের সময় তিনি জানিয়েছিলেন, দেবিদ্বারের সাধারণ মানুষের দশ টাকা-বিশ টাকা করে দেয়া তহবিলেই তার নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এবার শহীদদের মা-বাবার হাত ধরে সরকারি মনোনয়নপত্র সংগ্রহ তার সে অবস্থানে এক নতুন মাত্রা যোগ করল।
সবার দেশ/কেএম




























