Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:১২, ৩ জুলাই ২০২৫

‘ঘাড় মটকানোর গপ্পো: এবার নিজেরই ঘাড় মটকে গেছে’

ব্রাভো দেশবাসী। বাকশালিদের দৌড়ানির ওপরে রাখার জন্য: পিনাকী

ব্রাভো দেশবাসী। বাকশালিদের দৌড়ানির ওপরে রাখার জন্য: পিনাকী
ছবি: সংগৃহীত

আওয়ামী সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের একটি ছবি নিয়ে ফের তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। ছবিটিতে তাকে দেখা গেছে বেশ অসুস্থ, বিধ্বস্ত এবং অস্বাভাবিক অবস্থায়।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে জনপ্রিয় লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নওফেলের পুরনো ও বর্তমান দুটি ছবি পাশাপাশি পোস্ট করেন। সেখানে সাবেক এ মন্ত্রীর শাসনের সময়কার আত্মবিশ্বাসী চেহারার সঙ্গে বর্তমান সময়ের বিধ্বস্ত চেহারার পার্থক্য স্পষ্ট।

পোস্টে পিনাকী লেখেন, বেচারা তো কাদের যেন ঘাড় মটকে দিতে চেয়েছিলো। এখন তো মনে হচ্ছে, নিজেরই ঘাড় মটকে গেছে। ওপরে হাসিনার মন্ত্রী থাকার টাইমের ছবি। নিচে পলায়নের বর্ষপূর্তির টাইমে।

তিনি আরও বলেন, বাকশালিরা কেমন শান্তিতে আছে, এটা এ ছবি দুটি দেখেই বোঝা যায়। ব্রাভো দেশবাসী। বাকশালিদের দৌড়ানির ওপরে রাখার জন্য।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই পলাতক রয়েছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়েছে। রাজনৈতিক মহলে ধারণা, সরকারের পতনের পর থেকেই তিনি দেশত্যাগ করেন এবং আত্মগোপনে চলে যান।

সাবেক এ শিক্ষামন্ত্রীর এমন অবস্থা নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিষয়টিকে স্বৈরাচারী সরকারের পরিণতির প্রতীক হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে সময়ের নির্মম বদল হিসেবেও মন্তব্য করছেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ