আরও এক মাসের জন্য মাঠের বাইরে তাসকিন!

লন্ডনে গোড়ানির ইঞ্জুরির চিকিৎসা শেষে দেশে ফিরলেও পুনর্বাসনের জন্য আরও এক মাস মাঠের বাইরে থাকতে হচ্ছে বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদকে।
ঘরের মাঠে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ছিলেন না। আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বিসিবির ঘোষিত দলেও রাখা হয়নি এ তারকা পেসারকে। তবে জানা যায় লন্ডনে বিশেষজ্ঞ দেখিয়ে দেশে ফেরা তাসকিনকে বিশ্রামে থাকতে হবে আরও মাস খানেকের মতো । বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধরী আজ গণমাধ্যমকে জানায় তাসকিনের একমাসের পুনর্বাসনের কথা।
গত বছর থেকে গোড়ানির ব্যাথায় ভুগতে থাকা তাসকিন উন্নত চিকিৎসার জন্য গত ২৭শে এপ্রিল উড়াল দেন লন্ডনের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন এ তারকা। স্পোর্টস সার্জন, স্পোর্টস সাইকোথেরাপিস্ট ও গোড়ালি বিশেষজ্ঞ চিকিৎসক সম্মিলিতভাবে তাসকিনকে একটি রিপোর্ট দিয়েছেন। তাসকিনের সঙ্গে লন্ডনে যাওয়া বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী ওই রিপোর্ট নিয়ে বাকিদের সঙ্গে আলোচনা করে এক মাসের পুনর্বাসন পরিকল্পনা সাজিয়েছেন।
আজ থেকে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে তাসকিনের। এদিকে জুনের মাঝামাঝি সময়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। আর শ্রীলঙ্কা সিরিজ দিয়ে তাসকিন মাঠে ফিরতে পারেন বলে আশা করেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
সবার দেশ/কেএম