Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৭, ২৭ জুলাই ২০২৫

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজে রোমাঞ্চকর জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। সামিউন বশিরের দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে ১ উইকেটে হারিয়েছে টাইগার যুবারা।

শনিবার হারারেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তবে বাংলাদেশের বোলারদের তোপে ৩৪.৪ ওভারে মাত্র ১২৮ রানে অলআউট হয় তারা। পেসার আল ফাহাদ ৩২ রানে ৪ উইকেট তুলে নেন, সাথে বাঁহাতি স্পিনার সামিউন ১৭ রানে ২টি উইকেট দখল করেন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ শুরু থেকেই ছন্দ হারায়। ২১ রানের ওপেনিং জুটির পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল। এক পর্যায়ে ৯ উইকেটে ১০৯ রানে চাপে পড়ে যায় টাইগাররা। জয় তখনও ২০ রান দূরে।

এ বিপদে হাল ধরেন সামিউন বশির। শেষ উইকেটে স্বাধীন ইসলামকে সঙ্গে নিয়ে লড়াইয়ে নামেন তিনি। স্বাধীনকে এক বলও খেলার সুযোগ না দিয়ে নিজের ব্যাটে ২০ রান যোগ করে দলকে রোমাঞ্চকর জয়ের বন্দরে পৌঁছে দেন সামিউন। ৭ চার ও ১ ছক্কায় ৩৯ বলে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলে নায়ক হয়ে ওঠেন এ তরুণ অলরাউন্ডার।

ব্যাট হাতে ওপেনার জাওয়াদ আবরার ৯ বলে ২০, আব্দুল্লাহ ১৪ এবং আল ফাহাদ ১১ রান করেন।

ত্রিদেশীয় এ টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে তিনবার করে। পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল খেলবে ফাইনাল। নিজেদের পরের ম্যাচে আগামী সোমবার স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। উল্লেখ্য, প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ২৭৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে।


সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন