প্রথমবারের মতো এমএলএস কাপ জিতে ইতিহাস গড়লো
মেসির জোড়া অ্যাসিস্টে চ্যাম্পিয়ন মায়ামি
ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর থেকেই লিওনেল মেসি যেন দলের ভাগ্য পাল্টে দিয়েছেন। প্রথম মৌসুমেই লিগস কাপ জিতে ক্লাবকে প্রথম শিরোপা এনে দেন তিনি। এরপর আসে সাপোর্টার্স শিল্ডের সাফল্য। আর এবার যুক্ত হলো আরেকটি স্বপ্নপূরণ—ইতিহাসে প্রথমবার এমএলএস কাপের শিরোপা জিতলো ইন্টার মায়ামি, তাও মেসির ম্যাজিকেই।
শনিবার চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে ৩–১ ব্যবধানে হারায় মায়ামি। গোল না পেলেও পুরো ম্যাচের তাল-লয় নিয়ন্ত্রণ করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। ফাইনালে দুটি দুর্দান্ত অ্যাসিস্ট করে দলের জয়ের পথ তৈরি করেন তিনি। এ শিরোপার মধ্য দিয়ে পেশাদার ক্যারিয়ারে তার অর্জনের সংখ্যা দাঁড়াল ৪৭-এ।
ম্যাচের শুরুতেই মেসির শিল্পীসুলভ পাসে এগিয়ে যায় মায়ামি

খেলার মাত্র আট মিনিটেই মধ্যমাঠে বল এনে দুই ডিফেন্ডারকে কাটিয়ে তাদেও আলেন্দের দিকে চিপ করে দেন মেসি। আলেন্দের ক্রস ভুলবশত নিজেদের জালেই পাঠান ভ্যানকুভারের এডিয়ার ওকাম্পো। আত্মঘাতী সে গোলেই এগিয়ে যায় মায়ামি।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় ভ্যানকুভার
৬০ মিনিটে ব্রায়ান হোয়াইটের পাস থেকে আলি আহমেদের নিখুঁত ফিনিশিংয়ে সমতায় ফেরে ভ্যানকুভার হোয়াইটক্যাপস। ম্যাচে তখন সমতা—১-১।
আবারও মেসির পাসে ফের লিড
৭১ মিনিটে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে সে পরিচিত মেসি-জিনিয়াস ঝলক। নিখুঁত থ্রু-পাসে গোলের সুযোগ করে দেন রদ্রিগো ডি পলকে। পরে ডি পল সহজেই বল জালে জড়িয়ে মায়ামিকে আবার এগিয়ে নেন।

যোগ করা সময়ে মেসির সিদ্ধান্তমূলক থ্রু-পাস
৯৬তম মিনিটে বাঁ পায়ের জাদুতে আবারও উজ্জ্বল মেসি। দুর্দান্ত থ্রু-পাসে আলেন্দেকে আরেকবার গোলের সুযোগ বানিয়ে দেন তিনি। নিচু শটে গোল করে আলেন্দে নিশ্চিত করেন ইন্টার মায়ামির প্রথম এমএলএস কাপ শিরোপা। এ নিয়ে প্রতিযোগিতায় তার গোল হলো রেকর্ড নয়টি।
লিওনেল মেসির নেতৃত্বে মাত্র দুই বছরের ব্যবধানে লিগের নতুন ক্লাব ইন্টার মায়ামি পেয়ে গেল নিজেদের সবচেয়ে বড় অর্জন—এমএলএস কাপ চ্যাম্পিয়ন হওয়া।
সবার দেশ/কেএম




























