প্রেসিডেন্ট হলে মেসিকে বার্সাতে ফেরাবেন মার্ক সিরিয়া
২০২৫ সালের ১৫ মার্চ থেকে ১৫ জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে বার্সেলোনার নতুন প্রেসিডেন্ট নির্বাচন। বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তার বিপরীতে লড়াইয়ে নামছেন ভিক্টর ফন্ট, জাভি ভিলাজোয়ানা ও মৃদুভাষী হলেও উচ্চাভিলাষী প্রার্থী মার্ক সিরিয়া। আর নির্বাচনী প্রচারের শুরুতেই তিনি ছুড়ে দিলেন সবচেয়ে আলোচিত প্রতিশ্রুতি—যেকোও মূল্যে লিওনেল মেসিকে ফিরিয়ে আনবেন ক্যাম্প ন্যুতে।
কোভিড-পরবর্তী আর্থিক বিপর্যয়ে বার্সা এমন পর্যায়ে পৌঁছেছিলো যে খেলোয়াড়দের বেতনও ঠিকমতো দেয়া সম্ভব হচ্ছিলো না। সে ধস নামা আর্থিক কাঠামোর ধাক্কায় ক্যারিয়ারের প্রথম ঘর ছেড়ে প্যারিস সাঁ জার্মেইতে যোগ দিতে বাধ্য হন মেসি। তার প্রস্থানই শেষ পর্যন্ত প্রেসিডেন্ট বার্তামেউয়ের রাজনৈতিক পতন ত্বরান্বিত করে।
পরবর্তী নির্বাচনে লাপোর্তা ক্ষমতায় ফেরার সময় ঘোষণা দিয়েছিলেন—তিনি জিতলে মেসিকে ফিরিয়ে আনবেন। কিন্তু প্রতিশ্রুতির সে রোশনাই বাস্তবে দেখা যায়নি। ২০২২ মৌসুম শেষে মেসি পিএসজি ছেড়ে ফ্রি এজেন্ট হিসেবে বাজারে নামলে—বার্সার ফিরিয়ে আনার সুযোগ ও আলোচনার সব উপকরণই ছিলো। এমনকি স্বল্প বেতনে ফেরার সমীকরণও শোনা যাচ্ছিলো। কিন্তু লাপোর্তা শেষ পর্যন্ত সে সেতুবন্ধন তৈরি করেননি। মেসি পরে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে নতুন অধ্যায় শুরু করেন।
এবার একই লক্ষ্য সামনে রেখে প্রার্থী মার্ক সিরিয়া ঘোষণা দিলেন—
আমাদের মেসিকে দরকার। যেকোনও মূল্যে।
তবে তিনি স্পষ্ট করেননি, মেসিকে খেলোয়াড় হিসেবে ফিরিয়ে আনা তার উদ্দেশ্য, নাকি ক্লাব পরিচালনা বা পরামর্শক ভূমিকা—কোন অবস্থানে তাকে চান।
লিওনেল মেসি অবশ্য বিভিন্ন সাক্ষাৎকারে বারবার জানিয়েছেন—ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায়ের পর তিনি বার্সেলোনায় ফিরতে চান। সেখানে তার শেকড়, স্মৃতি, হৃদয়ের শান্তি। কিছুদিন আগেও তিনি হঠাৎ গভীর রাতে ক্যাম্প ন্যুতে পৌঁছে ইনস্টাগ্রামে লেখেন—
হৃদয় যেখানে জায়গা খুঁজে পায়, সেখানে ফিরে গেলে সুখ আরও বেড়ে যায়। একদিন আমি ফিরবোই, শুধু বিদায়ের পর্দা টানতে নয়।
এখন দেখার বিষয়—বার্সার নতুন রাজনৈতিক লড়াই কি সত্যিই মেসিকে আবার ফিরিয়ে আনতে পারে, নাকি এটি আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতির গল্প হয়েই ইতিহাসে থেকে যাবে।
সবার দেশ/কেএম




























