Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৩, ১১ ডিসেম্বর ২০২৫

নিরাপত্তা বদলে দিল মূর্তি উদ্বোধনের পরিকল্পনা

মেসি–জ্বরে সরগরম কোলকাতা, শহর জুড়ে উৎসবের আমেজ

মেসি–জ্বরে সরগরম কোলকাতা, শহর জুড়ে উৎসবের আমেজ
ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবল আইকন লিওনেল মেসির ভারত সফরকে ঘিরে কলকাতায় চলছে উৎসবের আমেজ। পুরো শহর জুড়ে মেসিকে স্বাগত জানাতে ব্যানার, পোস্টার, আলোকসজ্জা—সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে কলকাতায় পৌঁছে একটি বিলাসবহুল হোটেলে উঠবেন বিশ্ব ফুটবলের ‘গোট’।

তার পরদিন, ১৩ ডিসেম্বর, সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত ‘গ্রেটেস্ট অব অল টাইম (গোট) কনসার্ট’। এ আয়োজনে বিশেষ অতিথি হয়ে উপস্থিত থাকবেন লিওনেল মেসি। একই দিনে লেক টাউনের মোড়ে তার ৭০ ফুট উচ্চতার মূর্তি উদ্বোধনের কথা ছিলো, যেখানে স্বশরীরে উপস্থিত হওয়ার কথা ছিলো মেসির।

তবে সাম্প্রতিক নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে সে পরিকল্পনায় পরিবর্তন এসেছে। উদ্যোক্তা শতদ্রু দত্ত জানিয়েছেন—মেসি এখন আর সরাসরি মূর্তি উদ্বোধনে অংশ নেবেন না; বরং তিনি হোটেল থেকে ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন এ বিশাল ভাস্কর্যটি।

ঠিক এ জায়গাতেই কয়েক বছর আগে কোলকাতা স্বাগত জানিয়েছিলো কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে, যিনি নিজ হাতে নিজের মূর্তি উন্মোচন করেছিলেন। মেসির আগমন সে স্মৃতিকে নতুন আলোচনায় ফিরিয়ে এনেছে।

এদিকে মেসিকে দেয়ার জন্য বিশেষ এক উপহারের প্রস্তুতিও শেষ করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। ঐতিহাসিক ১৯১১ সালের আইএফএ শিল্ড জয়ের স্মরণে সে বছরের আদলে তৈরি বিশেষ জার্সি উপহার দেয়া হবে মেসিকে। ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে ভারতের প্রথম ক্লাব হিসেবে শিল্ড জয়ের কৃতিত্ব মোহনবাগানেরই।

কোলকাতার আয়োজনে অংশ নেয়ার পর সেদিনই মেসির হায়দরাবাদের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার
দিল্লির আধিপত্য ঠেকাতে ঐক্যের ডাক
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত -এনসিপির বৈঠক
জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি আক্তারুজ্জামান
হাদিকে গুলি করা ফয়সাল যেভাবে জামিন পেলেন
হাদির হামলাকারীর ছবি প্রকাশ, তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা
বাংলাদেশি নাবিকসহ তেলবাহী ট্যাঙ্কার আটক করলো ইরান
কেরানীগঞ্জে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৪৫ জন উদ্ধার
শ্বাস নিতে পারছেন হাদি, জানালেন ফাহিম ফারুকী
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, গ্রেফতারের প্রস্তুতি
হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট, অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’
হাদির ব্রেইন স্টেমে ‘ম্যাসিভ ইনজুরি’, সংকটময় ৭২ ঘণ্টা
হাদিকে দেখতে হাসপাতালে ছুটলেন তিন উপদেষ্টা