নিরাপত্তা শঙ্কায় ভেন্যু পরিবর্তনের অনুরোধ বিসিবির
ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, আইসিসিকে চিঠি
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে রাজি নয় বাংলাদেশ। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে।
রোববার (৪ জানুয়ারি) পাঠানো এক ই-মেইল বার্তায় বিসিবি স্পষ্ট করে জানায়, বর্তমান বাস্তবতায় ভারতে জাতীয় দল পাঠানো সম্ভব নয় এবং বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু অন্য দেশে সরিয়ে নেয়ার অনুরোধ জানানো হয়।
আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো হওয়ার কথা ভারতের বিভিন্ন ভেন্যুতে। তবে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি। জানা গেছে, রোববার বিসিবির বোর্ড পরিচালকদের এক জরুরি সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয়া হয়—ভারতের মাটিতে বিশ্বকাপের কোনও ম্যাচেই অংশ নেবে না বাংলাদেশ দল।
বিসিবির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে, তা উপেক্ষা করার সুযোগ নেই। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা নিশ্চিত না হলে এমন বড় টুর্নামেন্টে অংশগ্রহণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
এ সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক একটি ঘটনাকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সাম্প্রদায়িক চাপের কাছে নতি স্বীকার করে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কোলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে দলে না রাখার নির্দেশ দেয় বলে অভিযোগ ওঠে। এর ফলে কলকাতাকে বাধ্য হয়ে মুস্তাফিজকে ছেড়ে দিতে হয়। একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটারকে নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতার অজুহাতে খেলতে না দেওয়ার ঘটনায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ঘটনাটির পর থেকেই দেশের ক্রিকেটভক্তদের মধ্যে প্রশ্ন উঠতে থাকে—যেখানে একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না, সেখানে পুরো জাতীয় দলের নিরাপত্তা কতটা নিশ্চিত হবে? এ জনমত ও উদ্বেগকেই গুরুত্ব দিয়ে দেখছে বিসিবি।
এদিকে বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকেও স্পষ্ট অবস্থান জানানো হয়েছে। শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে তিনি ক্রিকেট বোর্ডকে পুরো বিষয়টি লিখিতভাবে আইসিসিকে জানানোর নির্দেশ দিয়েছেন।
তিনি লেখেন, চুক্তির আওতায় থেকেও যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে না পারেন, তাহলে জাতীয় দল বিশ্বকাপ খেলতে ভারতে গেলে নিরাপদ বোধ করবে না—এটাই স্বাভাবিক। সে কারণেই তিনি বিসিবিকে অনুরোধ করতে বলেছেন, যেন বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।
এখন আইসিসির সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব। নিরাপত্তা, কূটনীতি ও খেলাধুলার স্বার্থ—এ তিনের সমন্বয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে, সেটিই নির্ধারণ করবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের চূড়ান্ত রূপরেখা।
সবার দেশ/কেএম




























