Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:০৮, ১৭ মে ২০২৫

ধানমন্ডিতে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

ধানমন্ডিতে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত
প্রতীকি ছবি

রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আলভী (২৭) নামের এক অনার্স পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আশরাফুল ইসলাম (২১) নামে আরেক যুবক গুরুতর আহত হন।

শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুজনকেই গুরুতর অবস্থায় প্রথমে জাপান ফ্রেন্ডশিপ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন।

নিহত আলভী ধানমন্ডির ড. মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি হাজারীবাগ বিজিবি ৫ নম্বর গেট এলাকার বাসিন্দা মশিউর খান পাপ্পুর ছেলে। আহত আশরাফুলের বাবার নাম মোহাম্মদ মাসুদ। তিনিও একই এলাকার বাসিন্দা।

আলভীর মামি মাহি বেগম জানান, রাত সোয়া ৮টার দিকে আলভী ও আশরাফুল জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় চা খাচ্ছিলেন। এ সময় হঠাৎ তিন থেকে চারজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে এসে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় তারা মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে জাপান ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন। আহত আশরাফুল বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছিলো। আলভী নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: