Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:০৩, ১৫ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের

ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়

ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়
প্রতীকি ছবি

ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার হুমকির প্রেক্ষাপটে সৌদি আরব স্পষ্ট অবস্থান জানিয়েছে যে, তারা ইরানের বিরুদ্ধে কোনও ধরনের হামলায় নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না। 

বুধবার (১৪ জানুয়ারি) সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্র এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে।

সূত্রগুলো জানায়, সৌদি আরব সরাসরি তেহরানকে এ বার্তা পৌঁছে দিয়েছে যে, ইরানকে লক্ষ্য করে নেয়া কোনও সামরিক পদক্ষেপের সঙ্গে তারা জড়িত থাকবে না। একই সঙ্গে সৌদি ভূখণ্ড কিংবা আকাশসীমা ব্যবহার করে কোনও হামলা চালানোর সুযোগও দেয়া হবে না।

এর আগে যুক্তরাষ্ট্র সতর্ক করে জানায়, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর পদক্ষেপের জবাবে তারা প্রতিক্রিয়া জানাতে পারে। এ বক্তব্যের পরপরই ইরান পাল্টা হুঁশিয়ারি দেয় যে, নতুন কোনও হামলা হলে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও নৌসম্পদকে লক্ষ্যবস্তু করবে।

সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানায়, সৌদি আরব এ উত্তেজনার অংশ হতে চায় না। সূত্রটির ভাষ্য অনুযায়ী, রিয়াদ পরিষ্কারভাবে তেহরানকে জানিয়ে দিয়েছে যে, ইরানের বিরুদ্ধে পরিচালিত যেকোনও সামরিক অভিযানে সৌদি আরবের ভূমিকা থাকবে না।

সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্রও নিশ্চিত করেছে, এ অবস্থানের কথা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরানকে জানানো হয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে। ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়লে এ অঞ্চল নতুন করে নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সৌদি আরবের এ ঘোষণাকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর কৌশল হিসেবেও দেখছেন বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম

সর্বশেষ